প্রিয়া সাহার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ

0
204
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের নারী প্রিয়া সাহা সংখ্যালঘুদের নিয়ে যে মিথ্যা অভিযোগ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ।
২০ জুলাই এই মিথ্যা বক্তব্যের প্রতিবাদে এক বিবৃতিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ সুখে-শান্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছেন। বর্তমান সরকারের মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক অবস্থান জাতীয় ও আন্তর্জাতিকভাবে সর্বমহলে প্রশংসিত। কিন্তু পরিতাপের বিষয় যে, প্রিয়া সাহা নামের এই নারী ট্রাম্পের কাছে অভিযোগ করেন যে, বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান গুম হয়ে গেছে। তার বাড়ীঘর পুড়িয়ে জমি অন্যরা দখল করে নিয়েছে। মুসলিম উগ্রবাদীরা এই কাজ করেছে বলে তিনি অভিযোগ করেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণেদিত ও বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রমূলক। তার এই মিথ্যা ও কল্পিত গল্পের পেছনে বাংলাদেশ ও বর্তমান সরকারের ক্ষতি করার চক্রান্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। মিথ্য অভিযোগের পেছনে জাতীয় ও আন্তর্জাতিক অশুভ শক্তির যোগসাজস থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ষড়যন্ত্রের পিছনে আরো কারা জড়িত রয়েছে, অনুসন্ধান করে দ্রæত এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্যে তিনি দাবি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here