
কলাপাড়া (পটুয়াকালী) প্রতিনিধি: ফেইস বুকের মাধ্যমে পরিচয়। পরিচয় থেকে প্রেম। এরপরে প্রেমিককে খুঁজতে টাঙ্গাইলের কলেজ ছাত্রী মারিয়া আক্তার মুন্নি এখন কলাপাড়া থানা হেফাজতে। পুলিশ তাকে উপজেলার পাখিমারা থেকে সোমবার রাতে উদ্ধার করেছে। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, সোমবার প্রেমিকের খোঁজে কলাপাড়ায় আসে মুন্নি। পাখিমারায় এসে প্রেমিক সজিবকে খুঁজতে থাকে। সজিব নামের ফেইসবুকে পিতার নাম সিরাজ। বাড়ি মহিপুরে। কিন্তু সজিবকে খুঁজে পেলেও গা ঢাকা দেয়। তার স্ত্রী সন্তান রয়েছে। মারিয়ার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাইকাল গ্রামে। মারিয়ার অভিভাবকদের খবর দেয়া হয়েছে।
