Daily Gazipur Online

প্রেমিক যুগল পালিয়ে যাওয়ার ঘটনায় অটোচালকের উপর সন্ত্রাসী হামলা

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পাশ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামে এক প্রেমিক যুগল পালিয়ে যাওয়ার ঘটনায় অটোচালকের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। ওই অটোচালক অসহায় যুবক হাসপাতালে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে । আহত ওই অটোচালক যুবকের নাম মোঃ নাজমুস সাকিব পিতা মো. নজরুল ইসলাম বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার জয়কালিপুর গ্রামে। এই ঘটনায় আহত যুবকের পিতা নজরুল ইসলাম অজ্ঞাতনামাসহ ৫জনকে এজাহারভূক্ত আসামী করে রবিবার (১৯/০১)রাতে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। হামলাকারিরা হলেন সুজন মিয়া(৩০),মনির হোসেন(২৫),মোমেন মিয়া(২২), মো. জয়নাল মিয়া(৩৫),মোঃ চাঁন মিয়া(৬৫)।
মামলা সুত্র জানায়,আহত যুবক নবীনগর-বাঞ্ছারামপুর-ফেরীঘাট রোডে অটোরিস্কা চালায়। গত ১৪ জানুয়ারী মোমেনের খালাতো বোন তমা আক্তার তার প্রেমিককে নিয়ে সাকিবের অটোরিস্কায় করে ফেরীঘাট যায়। পরে তাদের পালিয়ে যাওয়ার ঘটনা প্রকাশ হলে সাকিবকে তাদের পালিয়ে যাওয়ার সহযোগীতার অভিযোগে গত ১৮ জানুয়ারী নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারস্থ তাহমিনা লাইব্রেরীর সম্মুখ রাস্তায় একা পেয়ে সুজনের নেতৃত্বে সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে প্রানে মারার উদ্যেশে তার উপর আক্রমন চালানো হয়। গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করে।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন বলেন, আসামীদের গ্রেফতারের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।