ফণি’র প্রভাবে কার্যক্রম বন্ধ হয়নি, বিমান চলাচল কিছুটা বিঘ্নিত হয়

0
206
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : ঘূর্ণিঝড় ফণির প্রভাবে দেশের কোনও বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়নি। তবে, ঝড়ের জন্য কিছুটা বিঘ্নিত হয়েছে বিমান চলাচল। ফণির কারণে দেশের বিমানবন্দর গুলো সতর্ক অবস্থানে ছিল।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজ জানান, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসারে বিমানবন্দরে সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বিমানবন্দর বন্ধ করার মতো খারাপ আবহাওয়া এখনও হয়নি।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বিমানবন্দরগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়নি বেবিচক।
বেবিচক জানান, ঘূর্ণিঝড় ফণির প্রভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের কিছু ফ্লাইট বাতিল ও সময় পরিবর্তন করা হয়েছে। বজ্রপাত, বাতাসের গতিবিধি বৃদ্ধি, লো ভিজিবিলিটি, লো ক্লাউডের জন্য সতর্কতার সঙ্গে বিমান চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শাহজালাল বিমানবন্দর সুত্রে জানা গেছে, ঝড়ের কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল হয়েছে। কিছু কিছু ফ্লাইট সূচি পরিবর্তন হয়েছে। এছাড়া, ঝড়ের প্রভাব এড়াতে গতিপথ পরিবর্তন করে চলছে বিমান। এতে সময় বেশি লাগছে গন্তব্যে পৌঁছতে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকেই বিমান ওঠানামা অব্যাহত রয়েছে। আজ শনিবার সকাল ৯টা ২০ থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ওয়েদার অ্যালার্ট ছিল। এটি আরও ৩ ঘণ্টা পর্যন্ত এক্সটেনশন হতে পারে। এ সময়ে বজ্রপাত, বাতাসের গতি বৃদ্ধি, লো ভিজিবিলিটি, লো ক্লাউডের জন্য সতর্কতার সঙ্গে বিমান চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘূর্ণিঝড় ফণির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম রুটের (বিজি-৪১৩) ও দুপুর ১টা ৫০ মিনিটের চট্টগ্রাম-ঢাকা (বিজি-৪১৪) নম্বরের ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইউএস বাংলার মহাব্যবস্থাপক (মার্কেটিং সাপোর্ট) জিএম অ্যান্ড (পিআর) কামরুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় ফণির প্রভাবে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে সময় পরিবর্তন করতে হচ্ছে।
বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের এএসপি (মিডিয়া) মো: তারিক আহমেদ আজ জানান, আজ সকালে ঘূর্ণিঝড় ফণির প্রভাবের কারণে বৈরী আবহাওয়ার জন্য এভোএয়ার লাইন্সের ঢাকা কক্রবাজার ও চট্রগ্রামের দুইটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে, অন্যান্য রুটের বিমান চলাচল সহ সার্বিক কার্যক্রম সচল আছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ আজ শনিবার জানান, আবহাওয়া খারাপ থাকার কারণে আজ দুইটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আজকের ঢাকা-কলকাতা রুটের (বিজি-০৯১) ফ্লাইট বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ডিলে করা হয়েছে।
তিনি আরও জানান, শনিবার ২৪টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ছিল নভোএয়ারের। সকাল থেকে সাতটি ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্সসটির। এরমধ্যে চট্টগ্রাম রুটের তিনটি, কক্সবাজারের একটি, যশোরের একটি, সিলেটের একটি, কলকাতার একটি ফ্লাইট।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here