‘ফরিদপুর-৪ আসনের ৯২ ভাগ মানুষ বিদ্যুত সুবিধা পাচ্ছে’

0
295
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে আজ ফরিদপুর-৪ আসনের তিন উপজেলার উন্নয়ন করতে পারছি। ২০০৯ সালে আপনারা যখন আমাকে এমপি নির্বাচিত করেন, তখন এই তিন উপজেলার মাত্র ৩২ ভাগ মানুষ বিদ্যুত সুবিধা পেত। আজ ৯২ ভাগ বিদ্যুত সুবিধা পাচ্ছে।
গতকাল বুধবার ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর খেজুরতলা কালীমন্দিরে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নিক্সন বলেন, আমি আপনাদের পাশে থেকে আগামী ৪ বছরেও শতভাগ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুত সংযোগের উন্নয়ন করব ইনশাল্লাহ।
চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কালীমন্দিরের সভাপতি নিলয় রঞ্জন সরকার। এসময় সদরপুর উপজেলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও নিক্সন সমর্থক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নিক্সন চৌধুরী চরবিষ্ণুপুর ও ভাষাণচর ইউনিয়নে প্রায় ১ কোটি টাকা বরাদ্দে তিনটি সড়ক ও সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here