Daily Gazipur Online

ফসবুকে পরিচয় প্রতরণার ফাঁদে পুলিশ সদস্য লক্ষ টাকা মুক্তিপণ দাবী, আটক দুই

মোঃ রাজিব হোসেন, গাজীপুর দক্ষিন : গাজীপুর মেট্রোপলিটন এরিয়ার পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় পুলিশ সদস্যকে ভূয়া ফেসবুক আইডির মাধ্যমে প্রতারণার ফাঁদে ফেলে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে এনে অপহরনকারী চক্রের সদস্যরা নির্জন স্থানে নিয়ে এক লক্ষ টাকা মু্িক্তপন দাবি করে। অভিযান পরিচালনা করে দুই চক্রের সদস্যকে গত শনিবার রাতে আটক করেছে পূবাইল থানা পুলিশ। পূবাইল থানা সুত্রে জানা যায় গত শনিবার পুলিশ হেড কোয়াটারে ড্রাইভার হিসাবে কর্মরত মিজানুর রহমান তার নিজ ফেসবুক আই ডি থেকে হোটেল সাদিয়ার একটি আইডি তে পরিচয় হয়ে গভীর সম্পর্ক হয়। পরিচয়ের এক পর্যায়ে ফেসবুক ফ্রেন্ড সাদিয়া মিজানুর রহমানের সাথে দেখা করার আগ্রহ পোষন করে। সাদিয়া তাকে প্রথমে টঙ্গী ষ্টেশন রোডে আসার পর একটি ফোন নাম্বার দিয়ে মিরের বাজার এলাকায় এসে একটি ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলে। পরে পুলিশ সদস্য মিরের বাজার পৌছানোর পর তাকে একজন ব্যক্তি এসে সমরসিং হাকির পুরান বাড়ীতে নিয়ে তিন থেকে চার জন লোক গাছের সাথে হাত-পা বেঁধে ফেলে এবং ধারালো চাকু বের করে ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে তার সাথে থাকা নগদ কিছু টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয় এবং আরও ১ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। পরবর্তীতে পুলিশ সদস্যের স্ত্রীকে ফোন করে মুক্তিপন বাবদ ১ লক্ষ টাকা দাবী করলে তার স্ত্রী বিকাশে ১১ হাজার পাঁচশত টাকা পাঠিয়ে দেয় এবং উক্ত অপহরনকারী চক্রের সদস্যগন তাকে ছেড়ে দিলে পরবর্তীতে পাশে থাকা অপহরন এর স্বীকার শামীমকে দেখতে পেয়ে তার কাছে ছুটে যায়। পরবর্তীতে তার সাথে আলাপ করে তাদের পরিচয় জানতে পেয়ে ভিক্টিম পূবাইল থানা পুলিশকে অবগত করে এবং সহযোগীতা চায় এবং তাৎক্ষনিক উক্ত স্থানে পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে দুই জন অপহরন চক্রের সদস্যকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হল পূবাইল থানা এরিয়ার বসুগাঁও গ্রামের সাইফুল ও শাহিন। এই অপহরনকারী চক্র দীর্ঘদিন যাবৎ ফেসবুকে ভূয়া মেয়ে সেজে অপহরন করে মুক্তিপন দাবি করে আসছিল। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া জানান যে, থানা পুলিশকে ঘটনাটি জানানোর পরে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। বাকি অপহরণকারী চক্রের সদস্যদের আটকের চেষ্ঠা অব্যহত আছে।এই ব্যাপারে ভিক্টিম পুলিশ সদস্য মিজানুর রহমান বাদী হয়ে পূবাইল থানায় একটি অপহরন মামলা দায়ের করে। আটককৃত আসামীদের গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়।