ফাঁসির রায় ঘোষণার পর : উত্তরায় আ.লীগের এমপি হাবিব হাসানের পৈত্রিক বাড়িতে আগুন

0
42
728×90 Banner

বিশেষ সংবাদদাতা : মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ঢাকা -১৮ আসনের সাবেক সংসদ সদস্য এবং ফ্যাসিস আ. লীগের দোসর আলহাজ্ব মো: হাবিব হাসানের নগরীর উত্তরাস্থ পৈত্রিক বাড়িতে এবং একটি ঝুটের গোডাউনে আজ অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একদল উশৃংখল ছাত্র- জনতা এবং স্থানীয় কিছু ব্যক্তি সোমবার বিকেলে মিছিল নিয়ে (হাবিব হাসান- তার ভাই নাদিম হাসান ওরফে নাদিম মাহমুদ) এর বাড়িতে অনাধিকারে প্রবেশ করে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” উত্তরা স্টেশন থেকে দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় পৃথক দু’টি অগ্নিসংযোগে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সোমবার (১৭ নভেম্বর, ২০২৫) বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে উত্তরা ১৪ নং সেক্টর ২১ নং রোডে অবস্থিত হাবিব – আদিম হাসানের পৈত্রিক বাড়িতে মূল গেটের সামনে এবং ভেতরে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলম হোসেন পৃথক স্থানে আগুন লাগার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুরের পর উত্তরা ১৪ নং সেক্টর ২৩ ও ২১ নং রোডে পৃথক দু’টি জায়গায় অগ্নিসংযোগের সূত্রপাত হয়েছে। ঝুটের কাপড় (গোডাউন) ও একটি গাড়িতে আগুন লেগেছিল। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঝুটের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অপর গাড়ির আগুনে কাজ করতে হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
পুলিশ, ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন এ প্রতিবেদককে জানান, সোমবার দুপুরে গেল বছর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি আবদুল্লাহ আল মানুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ এই রায় ঘোষণার পর সোমবার বিকেল আনুমানিক সোয়া ৪টার পর উত্তরা ১৪ নং সেক্টর ২১ নং রোডে অবস্থিত আ’ লীগের সাবেক এমপি হাবিব হাসান ও তার ভাই নাদিম হাসানের নিজ পৈত্রিক বাড়িতে মিছিল নিয়ে প্রায় শতাধিক ব্যক্তি জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। এসময় বাড়ির গেইট দিয়ে গাড়ি বের হচ্ছিল। এই সুযোগে বাসার মূল গেটের সামনে ওই উশৃংখল ব্যক্তিরা কমান্ডো স্টাইলে ভেতরে প্রবেশ করে একটি গাড়ির গ্লাস প্রথমে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করলে এ ঘটনা ঘটে। আশপাশের লোকজন ও ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের দোসর সাবেক এমপি আলহাজ্ব মো: হাবিব হাসান ও নাদিম হাসানের বাসায় প্রায় শতাধিক লোক মিছিল নিয়ে এসেছিল। তারপর মিছিলকারীরা জোর করে বাসায় ঢুকে গাড়িতে অগ্নিসংযোগ করে কৌশলে পালিয়ে যায়। একদল উশৃংখল ছাত্র-জনতা ও স্থানীয় লোকজন এ হামলার ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে । ঘটনার পর তারা (দুর্বৃত্তরা) কেউ কেউ রিক্সায়, মোটরসাইকেল ও পায়ে হেঁটে দৌঁড়ে পালিয়ে যেতে দেখা যায়। এঘটনার পর কয়েকশত নারী- পুরুষ ও জনতাকে ওই বাড়ির সামনে এবং আশপাশে প্রচন্ড ভীড় করতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি এ প্রতিবেদকে বলেন, আজ বিকেলে ছাত্র জনতা যার বাড়িতে আগুন দিয়েছে সে আর কেউ নয়, আওয়ামীলীগের দোসর সাবেক এমপি হাবিব হাসান ও তার ভাই নাদিম হাসান। ঘটনার সময় তারা বাড়িতে ছিল না। বর্তমানে ভারতে পলাতক আছে এমপি হাবিব হাসান। শহিদুল ইসলাম সাগর নামে এক গাড়ির গ্যারেজ ব্যবসায়ী এ পৃরতিবেদককে জানান, আওয়ামীলীগের সাবেক এমপি আলহাজ্ব মো : হাবিব হাসানের পৈত্রিক বসতবাড়িতে কমান্ডো স্টাইলে মিছিল নিয়ে শতাধিক ব্যক্তি ওই বাড়ির সামনে জড়ো হয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই বাড়ির মালিক সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম হাসানের বলে জানান তিনি।
এ প্রতিবেদকের কাছে ওই বাড়িতে অগ্নিসংযোগের ভিডিও ফুটেজের ছবি এসে পৌঁছেছে। সেখান দেখা যায়, বাড়ির ভেতরে আগুন জ্বলছে এবং তার কালো ধোঁয়া আকাশের ওপরের দিকে উঠতে দেখা যায়। তবে, দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই গাড়িটার আগুন সহসায় নিভে যায়। তবে এতে কারও কোন ক্ষতি হয়নি। ডিএমপি’র তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আমি আগুনের ঘটনাটি শোনে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি। এদিকে,বিকেলে নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার পৃথক স্থানে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here