ফারহানা আক্তারের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত

0
257
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : এফবিপিসির উদ্যোগে ৯ নভেম্বর সন্ধ্যায় নিউ এলিফ্যান্ট রোড (কাটাবন চৌরাস্তা সংলগ্ন) ঢাকার দিপনপুর মিলনায়তনে ,সদ্য প্রয়াত ফারহানা আক্তার এর স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে দেশ বিদেশের স্বনামধন্য বিভিন্ন পেশাজীবি, রাজনীতিবিদ, সমাজসেবী, সাংবাদিক, শ্রমিক, কৃষক, ক্রীড়াবিদ ও মানবাধিকার সংগঠক-কর্মীরাও অংশগ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার নিউমারি অধ্যাপক, রাষ্ট্রচিন্তক ও রাজনীতি- সমাজনীতি-শিক্ষানীতি বিশ্লেষক আবুল কাশেম ফজলুল হক; প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ভাসানী ন্যাপ এর চেয়ারম্যান  মোঃ আক্তারুজ্জামান; অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট লেখক, সংগঠক ও বক্তৃতা চর্চা কেন্দ্রের পরিচালক কবি মির্জা শাহজাহান আবদালী; বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির হিরু; বিশিষ্ট শিল্পপতি, লেখক-কলামিস্ট ও দৈনিক আজকের আওয়াজ এর সম্পাদক আবুল কাসেম হায়দার; সাবেক এমপি, লেখক, অর্থনীতিবিদ ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আব্দুর রহমান; জাতীয় গনতান্ত্রিক পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আসাদুর রহমান খান; বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ এর সাধরাণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন; ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর ড. মাহবুব হোসেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক বঙ্গ সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদ শফিক; দার্শনিক, সাংবাদিক, কলামিস্ট জনাব আবু মহি মুসা; নাগরিক ভাবনার আহবায়ক মোঃ হাবিবুর রহমান, সোনার বাংলা পার্টি সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদ; বিশিষ্ট ব্যবসায়ী ও পিএফএফ এনজিও’র চেয়ারম্যান জনাব মোঃ নাজমুল হোসেন; সহ আরও অনেক বিভিন্ন শ্রেনী-পেশাজীবি ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কোরআন পাঠ করেন এফবিপিসি’র কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইসমাইল। এখানে উল্লেখ্য যে, প্রয়াত ফারহানা আক্তার এফবিপিসি ও সম্মিলিত গণতান্ত্রিক দল- ইউডিপি এর নীতি নির্ধারনী পরিষদের অন্যতম সদস্য ছিলেন, এছাড়াও স্পন্দন স্পোর্টস্ এন্ড কালচারাল ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও পিএফএফ এনজিও’র একজন সক্রিয় স্বেচ্ছা সেবিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন; তিনি সম্মিলিত গণতান্ত্রিক দল (ইউডিপি) এর সভাপতি, জাতীয় গণতান্ত্রিক জোট (এনডি) এর সাধারণ সম্পাদক ও সম্মিলিত বাংলাদেশ নাগরিক সংস্থা- এফবিপিসি’র প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার সংগঠক জনাব গাজী মোস্তাফিজুর রহমান এর সহধর্মিনী ও স্বাগত বক্তব্যে গাজী মোস্তাফিজুর রহমান অনুষ্ঠান বাস্তবায়ন, অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান ও প্রয়াত ফারহানা আক্তারকে উৎসর্গ ও উদ্দেশ্য করে একটি কবিতা পাঠ করেন, “হে মহীয়সী মানবী, তোমার আলো-ছায়া- কর্ম প্রেরণায় আমরা হবো বিশ্ব জয়ে বলীয়ান মানব-মানবী; তোমাকে জানাই লক্ষ কোটি সালাম”। অনুষ্ঠানের মূল বক্তব্য লেখক বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও এফবিপিসি-এর সহ-সভাপতি ড. ইশা মোহাম্মদ ও দোয়া পরিচালনা করবেন, মুফতি হাফেজ কারী আব্দুল মজিদ পঞ্চগড়ী (চেয়ারম্যান, বাংলাদেশ ইনসানিয়াত পার্টি)। অনুষ্ঠান পরিচালনা করেন, এফবিপিসি এর অন্যতম সদস্য মোঃ রফিকুল ইসলাম। সভপতির বক্তব্যে কবি মির্জা শাহজাহান আবদালী বলেন, প্রয়াত মহীয়সী নারী নেত্রী ফারহানা আক্তারের স্মৃতি রক্ষার জন্য একটি জনকল্যানমূলক প্রতিষ্ঠান বা সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়া অত্যন্ত প্রয়োজন। সকল বক্তা ও সুধীবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here