ফেনী রাজাপুর ইসলামীয়া আলিম মাদরাসার ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

0
233
728×90 Banner

স্টাফ রিপোর্টারঃ ফেনী জেলাস্থ রাজাপুর ইসলামীয়া আলিম মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ঈদ পুণর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার অধ্যক্ষ মাও. মো. নুর নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্ণিং বডির চেয়ারম্যান মো. দীন মোহাম্মদ দিদার। এসময় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক মাও. করিমুল্লাহ প্রমূখ। প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন মাও. মাঈন উদ্দীন বেলাল, বিশিষ্ট ব্যাংকার ও শিক্ষানুরাগী মাও. এম. মহিউদ্দিন শরিফী, মাও. শহীদুল্লাহ প্রমূখ। প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাও. মো. নিসার উদ্দীনের স্বাগত বক্তব্যের পর বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্রদের অনেকে আবেগ আপ্লুত ও উচ্ছ্াসিত হয়ে বক্তব্য রাখেন। স্মৃতিচারণ বক্তব্যে মহিউদ্দিন শরিফী বলেন, ফেণী পশ্চিমাঞ্চলের এ প্রাচীন বিদ্যাপীঠ একটি মাইলফলক। অসংখ্য ছাত্রদের পদচারনায় দেশে বিদেশে আজ মুখরিত, এতে আমরা গর্বিত। প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, এ প্রতিষ্ঠান যেভাবে ঐতিহ্য বাহী হয়ে উঠেছে, তেমনি আজকের উপস্থিতিতে আমি খুবই উজ্জীবিত, খুবই আনন্দিত। আপনাদের সক্রীয় সংযুক্তি থাকলে ইনশাআল্লাহ এ প্রতিষ্ঠান আরো এগিয়ে যাবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here