ফেসবুক বাদ দিয়ে,বইকে সঙ্গী বানাতে হবে: লালপুরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কালে বক্তারা

0
73
728×90 Banner

সালাহ্ উদ্দিন, লালপুর ( নাটোর) : পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশন স্কিম , এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় পুরুস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার ( ৩০ জুলাই ) লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও নাটোর জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাদ আহমদ শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, আরো বক্তব্য রাখেন আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মেসবাহুল আলম,নাটোর জেলা শিক্ষা অফিসার মোঃ রুস্তম আলী হেলালি,সহকারী জেলা শিক্ষা অফিসার সুভাষ কুমার মন্ডল,গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার,মাজার শরীফ কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, গৌরিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, কলসনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আলী জিন্নাহ, গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম রানা, কৃতি শিক্ষার্থী আতিকুর রহমান , নুশরাত, মুক্তাতি আল পল্লব, অভিভাবক শাবান আলী প্রমুখ।
আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,পাঠ্যবই ও পড়ার কোন বিকল্প নেই, শ্রেষ্ঠ হতে হলে পড়তে হবে, লাইব্রেরীতে যাবে। শিক্ষকের ক্লাসে উপস্থিত থাকতে হবে।
বক্তারা আরো বলেন, ফেসবুক বাদ দিয়ে, বইকে সঙ্গী বানাতে হবে, কে তোমার সময় নষ্ট করতে চাই, কোন বিষয়টা তোমাকে গিলে ফেলতে চায় এগুলোর দিকে খেয়াল না করে তোমাকে লক্ষের দিকে টার্গেট রাখতে হবে। মায়েদের হাতে যাদু আছে, তারা স্বপ্নের মানুষ বানাতে পারে ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here