
ডেইলি গাজীপুর প্রতিবেদক : নাটোর পৌরসভার মধ্যে ০১৩২০-১২৪৫০৩ নম্বরে ফোন করলেই মাত্র ১০ মিনিটের মধ্যে করোনা আক্রান্তসহ শ্বাসকষ্টের রোগীদের বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন সেবা। এছাড়া জেলার যে কোনো স্থানে অক্সিজেন চাইলে ২টি অ্যাম্বুলেন্স ও পিআপের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
পৌরসভার পাশাপাশি জেলাজুড়ে মাত্র ১০ মিনিটে বিনামূল্যে করোনাসহ শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সেবা চালু করেছে নাটোর জেলা পুলিশ।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে জেলা পুলিশের এই সেবা চালু করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
আব্দুল বাতেন জানান, গত ২ সপ্তাহ ধরে নাটোরে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালগুলোর শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশী। এতে করে নাটোরবাসীর যেন অক্সিজেনের কারণে মৃত্যুবরণ না করে সেজন্য অক্সিজেন ব্যাংক স্থাপন করা হলো।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, নাটোর পৌরসভার মধ্যে ০১৩২০-১২৪৫০৩ নম্বরে ফোন করলেই মাত্র ১০ মিনিটের মধ্যে করোনা আক্রান্তসহ শ্বাসকষ্টের রোগীদের বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন সেবা। এছাড়া জেলার যে কোনো স্থানে অক্সিজেন চাইলে ২টি অ্যাম্বুলেন্স ও পিআপের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
পুলিশ সুপার বলেন, পুলিশের একটি বিশেষজ্ঞ টিম ২৪ ঘণ্টা এ সেবা প্রদান করবে। প্রথম পর্যায়ে ২৫০ কিউবি মিটার অক্সিজেন নিয়ে যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও অক্সিজেনের মজুদ করা হবে।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুক্তার হোসেন বলেন, মঙ্গলবার পর্যন্ত জেলায় ১ হাজার ৩২৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। আর জেলার সরকারি ৬টি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর জন্য শয্যা রয়েছে মাত্র ৯০টি। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তসহ শ্বাসকষ্ট রোগে বিনামূল্যে অক্সিজেন প্রদানে পুলিশ এই উদ্যোগটি প্রশংসা পাওয়ার মতো। নিজের কাজের বাইরে গিয়ে নাটোরের পুলিশ মানবতার পরিচয় দিয়েছে বলেও জানান তিনি।






