“ফৌজদারী মামলা দ্রুত নিষ্পত্তিতে সংশ্লিষ্ট সংস্থা সমূহের ভূমিকা ও করণীয়” শীর্ষক মত বিনিময় সভা

0
114
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেনঃ গাজীপুর মহানগর দায়রা জজ আদালতের আয়োজনে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে বুধবার বিকাল “ফৌজদারী মামলা দ্রুত নিষ্পত্তিতে সংশ্লিষ্ট সংস্থা সমূহের ভূমিকা ও করণীয়” শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তিতে সংশ্লিষ্ট অন্যান্য বিভাগসহ পুলিশের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এসময় উপস্থিত বক্তারা বলেন, বিচার বিভাগ ও বিচার সংশ্লিষ্ট সকল অংশীদারদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বিদ্যমান প্রতিবন্ধকতা সমূহ দূর করে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। সভার সভাপতি গাজীপুর মহানগর দায়রা জজ শাহরিয়ার কবির ফৌজদারী মামলা দ্রুত নিষ্পত্তি ও ন্যায় বিচার নিশ্চিত করার নিমিত্ত সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সকলে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর দায়রা জজ শাহরিয়ার কবির। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক, বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোঃ আবু ইব্রাহিম, যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ বিল্লাল হোসাইন, যুগ্ম মহানগর দায়রা জজ কাজী আরাফাত উদ্দীন, অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ওমর হায়দার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যুবায়ের রশীদ, অতিরিক্ত গণপূর্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জিএমপি, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ), জিএমপি, নির্বাহী প্রকৌশলী, বিভাগ, গাজীপুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, পুলিশ সুপার, গাজীপুর এর প্রতিনিধি, কোম্পানী কমান্ডার, র‍্যাব-১ এর প্রতিনিধি, শহীদ তাজউদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, গাজীপুর এর প্রতিনিধি, সিভিল সার্জন, গাজীপুর এর প্রতিনিধি, পুলিশ সুপার, পিবিআই এর প্রতিনিধি, পুলিশ সুপার, সিআইডি এর প্রতিনিধি, পুলিশ সুপার, প্রসিকিউটর, গাজীপুর, জেলা বার এর সভাপতি ও সাধারন সম্পাদক। এছাড়া গাজীপুর জেলার সরকারী বিভিন্ন দপ্তর থেকে আগত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উক্ত মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here