ফ্রান্সে গাজীপুর জেলা সমিতির বনভোজন

0
305
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক: কর্মব্যস্ত যান্ত্রিক নগরীর গৎবাঁধা জীবনে বন্ধু-বান্ধব নিয়ে একটু প্রশান্তির পরশ পেতে গাজীপুর জেলা সমিতি ফ্রান্স’র বনভোজন অনুষ্ঠিত হয়েছে। প্যারিস থেকে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পোর্ট মহান প্লাজ সমুদ্র সৈকতের উদ্দেশ্যে ২টি বাসে প্রায় ১৫০জন যাত্রী নিয়ে শুক্রবার সকাল ৯টায় এ যাত্রা শুরু করে।
সৈকতে পৌঁছে প্রবাসীরা হরেক পদের মুখরোচক বাঙালি খাবার দিয়ে দুপুরের খাওয়া শেষ করেন। এরপর সবাই দল বেঁধে সমুদ্র স্নান করে, সাঁতার কাটে ও বেলাভূমিতে নানা খেলাধুলার মেতে ওঠে। বনভোজনে আগত পরিবারগুলো ছেলেমেয়ে ও বন্ধু-বান্ধবদের নিয়ে মেতে ওঠেন খোশ গল্প আর আনন্দ আড্ডায় ।
সৈকতে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক নছির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক খানের সঞ্চালনায় অতিথিদের জন্য নানা রকম খেলাধুলা, মহিলাদের ‘বালিশ বদল’, গান, কবিতা ও কৌতুক আয়োজন শেষে সেরাদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল কাশেম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক, আব্দুল্লাহ আল বাকি, সহ-সভাপতি কাউছার মোড়ল, আমিনুল ইসলাম জুয়েল, সোলায়মান মোড়ল, হাবিবুর রহমান সরকার, আবুল বাশার, মিল্টন সরকার, তপন চন্দ্র দাস, ইয়াছিন হক, সানি, আমজাদ ও শিমু প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here