ফ্রান্সে হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনের প্রতিবাদে তুরাগে মানববন্ধন

0
136
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ শুক্রবার বাদ জুম্মা ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনের প্রতিবাদে আল ফালাহ সোসাইটি ও তৌহিদী জনতার উদ্যোগে তুরাগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
টঙ্গী আশুলিয়া সড়কে কামারপাড়া ভাটুলিয়া দারুল ফালাহ ছালেহিয়া সাহেব আলী মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় তুরাগের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ছাত্ররা জুম্মার নামাজ শেষে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে শ্লোগান দিয়ে দলে দলে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
আল ফালাহ সোসাইটির সভাপতি মো: জাকারিয়া হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল ফালাহ ছালেহিয়া সাহেব আলী মাদ্রাসার অধ্যক্ষ, বাংলাদেশ জমিয়াতুল মোদারির্ছিনের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আবু জাফর মো: সাদেক হাসান। আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাইয়ুম ও রেজাউল করিম প্রমুখ। এ সময় বক্তারা ফ্রান্সের সকল পন্য বর্জনের আহবান জানান এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল মাক্রোঁকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here