

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে কন্টেইনার লাইনচ্যুত হয়ে একটি বগি কাত হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৬০৩নং আপ কন্টেইনার পৈরতলা রেলগেট এলাকায় লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির একটি বগি কাত হয়ে যায়। এতে উভয় দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার জন্য খবর দেওয়া হয়েছে।
