Daily Gazipur Online

বগুড়ার গাবতলীতে প্রশংসায় হেলালের মানবিকতা

আল আমিন মন্ডল (বগুড়া): করোনা ভাইরাস এর কারণে মানুষ কর্মহীন হওয়ায় পবিত্র মাহে রমজান মাসে (রোজার ৩০দিন) নিজ আর্থায়নে বা উদ্যোগে প্রতিদিন ৫শতাধিক পরিবারের ঘরেঘরে ইফতার (খাদ্য সামগ্রী) পৌছে দিচ্ছেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ¦ জাহিদুল ইসলাম হেলাল।
বগুড়ার গাবতলী নাড়ুয়ামালা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন গ্রামের রেজাদার ও অভাবী ৫শতাধিক পরিবারগুলোর মাঝে প্রতিদিন ইফতার সামগ্রী বিতরন করা হয়। এর ফলে এলাকা বা গ্রামগুলোতে প্রশংসায় হেলালের মানবিকতা প্রকাশ পেয়েছে। প্রতিবছরে তিনি ঈদ উপলক্ষে দুঃস্থ মানুষদের মাঝে ঈদ সামগ্রী (শাড়ী-লুঙ্গি-পাঞ্জিবী বা নগদ অর্থ) বিতরন করলেও এবছরে তিনি এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করেন। (শুরু ১লা রমজান শেষ হবে ৩০রজমান পর্যন্ত)। করোনা ভাইরাস এর কারনে মানুষ যখন কর্মহীন হয়ে নিজ ঘরে বেকার জীবন যাপন করছে। চিন্তাই ছিল তারা রোজা মাসে কিভাবে ইফতার করবেন। কিভাবে চলবেন। এমন কঠিন অবস্থায় সমাজসেবক হেলাল মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি তালিকা মতে (রান্না করা) প্যাকেট খাবার স্বেচ্ছাসেবকগনের মাধ্যমে সে সকল অসহায় পরিবারগুলোর মুখে খাবার তুলে দিচ্ছেন। শুধু নাড়–য়ামালা ইউনিয়নে নয় পাশ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভাবী পরিবার গুলোর মাঝেও রান্না করা একবেলা খাবার পেকেট করে সরবরাহ করা হয়েছে। হেলালের নিজস্ব আর্থিক অনুদান দিয়ে তিনি কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। একই সঙ্গে তিনি সেইসব কর্মহীন পরিবারগুলোর মাঝে করোনা ভাইরাস বিষয়ে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য বিধি মেনে চলাও প্রচারনা চালিয়েছেন। করোনাকালে হেলালের এই সহযোগিতা বা উদ্যোগ বেশ প্রশংসা কুড়িয়েছেন গাবতলী উপজেলাজুড়ে। আর এই মহৎ কাজে যোগ দিয়েছেন একই ইউনিয়নের বেশ কয়েকজন যুবক। রোজার শেষ দিন পর্যন্ত খাবার বিতরন অব্যহত থাকবে। তিনি নিজ উদ্যোগে কোন প্রচার ছাড়াই সমাজে এ ধরনের মহৎ কাজ করছেন। সাধারন মানুষ ছাড়াও তিনি শ্রমিক ও দিনমজুর এবং হতদরিদ্র দের পাঁশে দাঁড়াতে ইতিমধ্যে তিনি বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে আর্থিক অনুদানও দিয়েছেন। এর ফলে ইতিমধ্যে হেলাল বেশ প্রশংসিত হয়েছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান ও নাড়ুয়ামালা ইউনিয়নের কৃতিসন্তান আলহাজ্ব জাহিদুল ইসলাম হেলাল জানান, আমার নিজ উদ্যোগে রোজার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন কমপক্ষে ৫শতাধিক পরিবারের বা রোজাদার দের মাঝে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দেওয়া হচ্ছে। এক ক্লান্তিকালে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পেয়ে আমার খুব ভাল লাগছে। আগামীদিনেও মানুষের কল্যাণে কাজ করতে চাই। আর এ সব কাজে সবসময় স্বেচ্ছাশ্রম দিয়েছেন সোহাগ, বেলাল, মিল্লাত, শহীদ, সাখিল, আপেল, সীমান্ত ও রায়হান প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত তারা নিরলসভাবে কাজ কওে যাচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখাগেছে, প্রথমাছেও গ্রামের কর্মহীন মহসিন ও মৃত আছালতের বিধবা স্ত্রী সাহেরা বেগম জানান, হেলালের এই মহৎ উদ্যোগ এর ফলে আজ আমরা রমজান মাসেও যথাসময়ে ইফতার সামগ্রী পেয়েছি। এতেই আমরা তাঁর উপর খুব খুশি। মধ্যমাওছেও গ্রামের অন্ধ ভিক্ষুক ছনছু জানান, আমি ভিক্ষুক হলেও রমজান মাসে হেলাল ভাইয়ের খাবার পেয়েছি। মেন্দিপুর গ্রামের অপু ও তিন সন্তানের জননী বিধবা নাহিদা, বাহাদুরপুর গ্রামের অসহায় লুৎফন ও হাফিজার জানালেন ভিন্ন কথা, এবারে রমজানে আমাদের সন্তান হেলাল একটা ভাল কাজ করছে। আমরা সবাই তাঁর উপর খুব খুশি।