Daily Gazipur Online

বগুড়ায় দুই ফার্মেসিকে ১৩ হাজার টাকা জরিমানা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বগুড়ার শেরপুরে দুই ফার্মেসিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে পৌর শহরের হাটখোলা রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত রহমানের নেতৃত্বে পৌর শহরের হাটখোলা রোড এলাকায় বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভূঁইয়া মেডিকেল স্টোরে অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় ৮ হাজার টাকা ও ডন ফার্মেসিতে অপরিষ্কার ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ড্রাগ সুপারভাইজার আহসান হাবিব, শেরপুর থানার এসআই রোম্মান প্রমুখ উপস্থিত ছিলেন।