Daily Gazipur Online

বগুড়ায় পানিতে পরে ৩য় শ্রেণীর ছাত্রের মৃত্যু

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে পানিতে পরে কেজি স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র তানিম (৯) নিহত হয়েছে। বৃহস্পতিবার পৌরসভাধীন গোড়দহ বেইলী ব্রীজের নিচে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাবতলী পৌরসভাধীন মাষ্টার পাড়া গ্রামের বাসিন্দা গাবতলী হাসপাতালের ডেন্টাল সার্জনের সহকারী সিরাজুল হক সিরাজীর বড় ছেলে আইডিয়াল কিন্ডার গার্টেন কেজি স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র তানিম গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় গোড়দহ বেইলী ব্রীজের নিচে কলা গাছের তৈরী ভেলায় চরে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। এমন সময় তানিম ভেলা থেকে হঠাৎ ওথৈই পানিতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস এর কর্মীরা ছুটে গিয়ে তানিমকে অনেক খোজাখুজির পর ব্রীজের পূর্ব ধারে প্রায় আধা কিলোমিটার দুরে পানির নিচ থেকে উদ্ধার করে। ততক্ষণে তানিম মৃত্যুবরণ করেছে। ছোট্র এই অবুঝ শিশুর মৃত্যুতে বাবা, মা, আত্মীয় স্বজন, সহপাঠী ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।