Daily Gazipur Online

বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল গভীর ষড়যন্ত্র করে—মেহের আফরোজ চুমকি

মোঃ রাজীব হোসেন, পূবাইল, (গাজীপুর), প্রতিনিধিঃ গাজীপুর-০৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেছেন ১৯৭৫ এর ১৫ই আগস্ট জাতির জনককে সপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার জন্য বি.এন.পি মিথ্যাচার করে যাচ্ছে। বঙ্গবন্ধুর ইতিহাসকে বাংলাদেশ থেকে মুছে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। বঙ্গবন্ধু সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করত। আমার কাছে অবাক লাগে আজও বি.এন.পি কিভাবে দাপটের সাথে এদেশে রাজনীতি করে আসছে। আমাদের প্রধানমন্ত্রী যদি উদার না হতেন তাহলে বি.এন.পির নেতা কর্মীরা বাংলার মাটিতে রাজনীতি করার সাহস পেতেন না। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরের ৪০নং ওয়ার্ডের মাজুখানে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৪০নং ওয়ার্ড আওয়ামীলীগের আহŸায়ক হাসানুল বান্না মজু। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আজিজুর রহমান শিরিষ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ জাহিদ আল মামুন। ৪১নং ওয়ার্ড কাউন্সিলর মোমেন মিয়া, মহিলা কাউন্সিলর জোৎ¯œা বেগম, গাজীপুর মহানগর যুবলীগের আহŸায়ক সদস্য রাজীবুল হাসান রাজীব, পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মামুনুর রশিদ ভূইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ সাইফুল্লাহ আল মোক্তাদির নয়ন প্রমুখ।