Daily Gazipur Online

বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির বড় সম্পদ…….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। বঙ্গবন্ধুর আদর্শ সর্বস্তরে বাস্তবায়ন করার জন্যে সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ অবিচ্ছেদ্য ও অভিন্ন। সমাজে মানবিক গুণাবলি বিকশিত ও প্রসারিত করতে বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন অপরিহার্য। বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে কল্যাণবোধ, মমতাবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখা। তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার জন্যে পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধু ও তার আদর্শ সম্পর্কিত রচনাবলি আরো অধিক অন্তর্ভূক্ত করার জন্যে আহ্বান জানান। মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে ১৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় শ্রীপুরের ছাতির বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রিপন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি সাবেক পুলিশ সুপার মোঃ আব্দুল কাদির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখা সদস্য এস এম কাজল, সারোয়ার জাহান সাগর, আজাহার ইসলাম, মোঃ সজিব ঢালী প্রমুখ।