Daily Gazipur Online

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে স্বাধীনতা পার্টির আলোচনা ও দোয়া মাহফিল

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : আজ ১৮ মার্চ বুধবার বেলা ১২ টায় বিজয় নগরে জাতীয় স্বাধীনতা পার্টির উদ্যোগে “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে স্বাধীনতা পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি গণি মিয়া বাবুল বলেন, “স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। পাঠপুস্তুকে বঙ্গবন্ধুর জীবনী অন্তর্ভুক্ত করতে হবে।”
জাতীয় স্বাধীনতা পার্টির উপদেষ্টা ও উদ্যোগ ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান মোসাঃ নারগিস হোসেন বলেন, “বঙ্গবন্ধুর সুযোগ্য কন্য দেশরত্ন শেখ হাসিনা গৃহহীনদের গৃহ নির্মাণের যে উদ্যোগ নিয়েছেন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।”
সভাপতির বক্তব্যে জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু বলেন, “স্বাধীনতার ৪৯ বছরে বঙ্গবন্ধুর স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। ক্ষুধা-দারিদ্রমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি মুক্ত বাংলাদেশই হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং সবাইকে নিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়তে চাই। যত দিন বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধু অম্লান হয়ে আমাদের মাঝে বেঁচে থাকবে।”
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় স্বাধীনতা পার্টির উপদেষ্টা লায়ন খান আক্তারুজ্জামান, সি: ভাইস চেয়ারম্যান সাবিনা জাহান খুশি, ঢাকা দক্ষিণের সভাপতি দেলোয়ার হোসেন, উত্তরের সভাপতি ডি.কে. লালা, রাজশাহীর সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মমিনুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে এবং করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে দোয়া করা হয়।