Daily Gazipur Online

বঙ্গবন্ধুর জীবনের ইতিহাস ভিত্তিক ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের (৩য় তলায়) মওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর উদ্যোগে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ইতিহাস ভিত্তিক এবং তাঁর চেতনা ও আদর্শ নিয়ে ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ১) বঙ্গবন্ধু মাই লিডার মাই লাইফ, ২) মুজিবুর রহমান, ৩) মুজিবের ছোঁয়া, ৪) মুজিব আদর্শ, ৫) আমিই মুজিব, নির্মাণের মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনায় আজিজুল হক আরজু খান।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর শুভ মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল এমপি, চাঁদপুর-২। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ শাহীনূর রহমান উজ্জ্বল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল হক আরজু খান, মুখপাত্র মোঃ মজিবুর রহমান ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা শারমীন লোপা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি পলাশ ঠাকুর, আরিফুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান রোমেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান মুহাম্মদ তোহা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম চপল ও যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক রানা প্রমুখ।