Daily Gazipur Online

বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ বিশ্ব শান্তি পদক লাভের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের নাম—উপাচার্য শারফুদ্দিন আহমেদ

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের মাধ্যমে বিশ্বের বুকে প্রথমবারের মতো বাংলাদেশের নাম চির সাফল্যের আনন্দ, বীরত্বগাঁথা ও স্বমহিমায় মর্যাদার সাথে উচ্চারিত হয়েছিল। ১৯৭৩ সালের ২৩ মেও বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গৌরবোজ্জ্বল মহান দিন। কারণ এই দিন এশিয়ান পিস অ্যান্ড সিকিউরিটি কনফারেন্সে বিশ্ব শান্তি পরিষদের আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক কূটনীতিকদের বিশাল সমাবেশে বাঙালির মুক্তির আন্দোলনের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি’ বিশ্ব শান্তি পদক প্রদান করা হয় এবং বঙ্গবন্ধুকে ‘বিশ্ববন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়। আমি মনে করি, বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ বিশ্ব শান্তি পদক লাভের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের নাম দ্বিতীয়বার মর্যাদার সাথে উচ্চারিত হয়েছিল এবং বাংলাদেশের জন্য এটাই প্রথম আন্তর্জাতিক সম্মান অর্জন। আজকের এই দিনে আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আনন্দ চিত্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং বাংলাদেশসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ ২২ মে ২০২১ইং তারিখে ‘জুলিও কুরি’ দিবস উদযাপন উপলক্ষে দেয়া এক বিবৃতিতে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ একথা বলেন।