বঙ্গবন্ধুর দর্শনের সঙ্গে পরিচিত হতে এমপিদের প্রতি স্পিকারের আহ্বান

0
240
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী সংসদের শপথ কক্ষে এমপিদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গ্রন্থাগার ও গবেষণা সেবা সম্পর্কিত অবিহিতকরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-পিআইডি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্র চিন্তা ও উন্নয়ন দর্শনের সঙ্গে পরিচিত হতে এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সচিবালয় আয়োজিত এমপিদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গ্রন্থাগার ও গবেষণা সেবা সম্পর্কে তিন দিনের অবহিতকরণ কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এ কথা বলেন।
তিনি বলেন,সংসদ লাইব্রেরিতে মূল্যবান ৮৫ হাজারের বেশি বই,গবেষণা প্রতিবেদনের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধুর বক্তব্যের রেকর্ডসমূহ রয়েছে। তার বক্তব্যের রেকর্ড শোনা ও অধ্যয়ন করার চর্চা বাড়াতে হবে।
এ সময় সমৃদ্ধ এ লাইব্রেরি ব্যবহার ও পাঠাভ্যাস বাড়াতে এমপিদের প্রতি আহ্বান জানান তিনি।
ড. শিরীন শারমিন বলেন, এমপিদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গ্রন্থাগার ও গবেষণা সেবা সম্পর্কে অবহিত হওয়া খুবই জরুরি। এ অবহিতকরণ কোর্স এমপিদেরকে বিশেষ করে নব নির্বাচিত এমপিদের জন্য খুবই ফলপ্রসূ হবে। সংসদে এবং সংসদের বাইরেও তথ্য ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা পেতে সাহায্য করবে।
সংসদীয় কার্যক্রমে এমপিদের আরো সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে সংসদ অধিবেশনে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বুধবারের প্রশ্নোত্তর পর্বগুলো গ্রন্থাকারে প্রকাশ হয়েছে। সেটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে অভিমত ব্যক্ত করেন।
অবহিতকরণ অনুষ্ঠানে সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়া চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ মো. আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, পঞ্চানন বিশ্বাস এবং আবু সাঈদ মাহমুদ আল স্বপন উপস্থিত ছিলেন।
তিন দিনের এ অবহিতকরণ কর্মসূচিতে দুইটি গ্রুপে ২৪ জন এমপি অংশ নিচ্ছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here