বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের শ্রদ্ধা

0
105
728×90 Banner

আবুল বাশার মিরাজ, বাকৃবি থেকে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের নের্তৃবৃন্দ। আজ সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের নির্বাহী সভাপতি হামিদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মো. আওলাদ হোসেন, বাকৃবি অ্যালামনায় এসোসিয়েশনের সহ-সভাপতি কৃষিবিদ রেজওয়ানুল ইসলাম মুকুল, সহ-সভাপতি কৃষিবিদ ছালেহ আহমেদ, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান।
এসময় অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম, কৃষি ক্যাডার এসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহপরিচালক ড. আব্দুল আউয়াল, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সহ ক্রীড়া সম্পাদক ইকবাল হক স্বপন, বিএডিসি কৃষিবিদ সমিতির সভাপতি প্রদীপ চন্দ্র দে, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, ডিএই এর কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন, কৃষিবিদ মোখলেছুর রহমান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অফিসার্স পরিষদের সাধারণ সম্পাদক ড. মহসীন আলী মন্ডল প্রিন্স, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সদস্য কৃষিবিদ ড. মো. আব্দুল বারী, বাহার ঢাকা মহানগর ও বিভাগের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. তানজিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান তালুকদার, বাকৃবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম আনোয়ারুল হকসহ অনেকে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here