Daily Gazipur Online

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি শিগগিরই নিজস্ব ক্যাম্পাসে ফিরতে চায়

স্বপন সরকার, কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধিঃ খুব শিগগিরই অস্থায়ী স্থাপনা নির্মাণ করে নিজস্ব ক্যাম্পাসে ফিরতে চায় দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ। ০৬ ডিসেম্বর ২০২২ (মঙ্গলবার) সকালে গাজীপুরের কালিয়াকৈরে অস্থায়ী স্থাপনা নির্মাণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন শেষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম একথা বলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ- উপাচার্য অধ্যাপক ড.মো:মাহবুবুল আলম জোয়ার্দার,মাননীয় ট্রেজারার অধ্যাপক ড.মো:আনোয়ার হোসেন এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড এর প্রধান প্রকৌশলী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন,বর্তমানে ভাড়া করা বাড়িতে আমাদের শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভাড়া ভবন থেকে দ্রুততম সময়ের মধ্যে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে নিজস্ব ক্যাম্পাসে ফিরার প্রত্যাশা করছি। সেজন্য আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করছি।