বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছিলেন বলেই এ দেশ স্বাধীন হয়েছে: ভারতীয় হাইকমিশনার

0
203
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ দেশের সব ধর্মের মানুষ দুর্গাপূজায় আনন্দ উপভোগ করেন, যা সত্যিই একটি বিরল দৃষ্টান্ত। তিনি বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের মির্জাপুরে শহিদ দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতালের জন্য ভারত সরকারের উপহার একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী-অক্সিজেন সিলিন্ডার, শ্বাসপ্রশ্বাস সহায়ক সরঞ্জাম হস্তান্তর এবং পূজামণ্ডপ পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিকাল সাড়ে ৪টায় তিনি ও তার সহধর্মিণীসহ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা কুমুদিনী কমপ্লেক্সে এসে পেঁৗঁছালে কুমুদিনী পরিবারের সদস্যরা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
লাইব্রেরি মিলনায়তনে চা চক্রের পর তিনি কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন সেবাধর্মী ইউনিট এবং ভারতেশ্বরী হোমসের সবুজ চত্বর পরিদর্শন করেন।
কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, নার্সিং কলেজ, উইমেন্স মেডিকেল কলেজসহ সেবাধর্মী প্রতিষ্ঠানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি কর্তৃক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এবং চিকিৎসাসামগ্রী কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়ের কাছে হস্তান্তর করেন। পরে তিনি মির্জাপুর গ্রামের সাহাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তার স্ত্রী সঙ্গিতা দোরাইস্বামী, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহম্মদ, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এসএম আবু মুসা, টাঙ্গাইল ডিবি দক্ষিণের ওসি মো. দেলোয়ার হোসেন, কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা, সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here