বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ‘এম আশিক আল মাহমুদ ‘ মনোনীত

0
405
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ‘এম আশিক আল মাহমুদ ‘ কে মনোনীত করেছে। সম্প্রতি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি মোঃ সহিদুল আলম আকন, সাধারণ সম্পাদক রসায়নবিদ ড.জাফর ইকবাল ( সদস্য কৃষি ও সমবায় উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ) এবং সাংগঠনিক সম্পাদক ড.মোঃ ফারুক হোসেন ( সদস্য কৃষি ও সমবায় উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাধারণ সম্পাদক রসায়নবিদ ড.মোঃজাফর ইকবাল বলেন, এম আশিক আল মাহমুদ আমাদের সাথে দীর্ঘদিন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে সাংগঠনিক কর্মকান্ড দক্ষতার সাথে পালন করেছেন, এজন্য সাংগঠনিক সভায় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে উনাকে উক্ত পদে মনোনীত করা হয়। আশা করি মুজিবীয় আদর্শকে লালন করে সংগঠনের কর্মকান্ড আরও দায়িত্বতার সাথে পালন করবেন।


নবনিযুক্ত সহ-সাংস্কৃতিক সম্পাদক আশিক আল মাহমুদ বলেন, রাজনীতি ও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডের সাথে তার পরিবার, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সময়কাল থেকেই করে আসছে, তার দাদা একজন স্বনামধন্য চেয়ারম্যান ছিলেন। তার বাবা ও আত্মীয়স্বজনেরা ও রাজনীতি ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত, এছাড়াও উনি ছাত্র জীবনে সবসময়ই ছাত্রলীগের বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। তাই মুজিবীয় আদর্শকে লালন করেই সামনের পথ অগ্রসর হতে চান এবং তাকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনীত করায়, প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বিশেষভাবে সিনিয়র সহ-সভাপতি মরহুম অধ্যাপক ড.আব্দুল মুনিম খান’র প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জ্ঞাপন করেন।

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here