Daily Gazipur Online

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক এবং ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে মতবিনিময়

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি আয়োজিত সাংবাদিকদের সাথে সাংগঠনিক এবং ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলায়তনে ৩১জুলাই বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ সহিদুল আলম আকন, সহ সভাপতি খালেদা আক্তার রত্না, তাহামিনা আক্তার পপি, সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. মোঃ জাফর ইকবাল,তথ্য ও গবেষনা সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব নাসির উদ্দীন বুলবুল,সহ সাংস্কৃতিক সম্পাদক আশিক আল মাহমুদ প্রমুখ।


কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ উপ কমিটির সদস্য জাফর ইকবাল বলেন -আমরা সমাজের অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত লোকদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।সংগঠন শক্তিশালী করতে দেশ বিদেশে আমাদের প্রায় অনেক কমিটি রয়েছে যারা জাতির পিতার আদর্শের সংগঠন হিসাবে কাজ করে যাচ্ছে। ডেঙ্গু নিধনে আমরা ঢাকায় বিভিন্ন জায়গায় সেবা দিয়ে যাচ্ছি। সাংগঠনিক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ সহিদুল আলম আকন।