
ডেইলি গাজীপুর প্রতিবেদক: বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানী ঢাকায় যমুনা ফিউচার পার্কের ফুডকোর্ট সংলগ্ন ফ্রাইডে’স ফাস্ট ফুড এন্ড রেস্টুরেন্টে শুক্রবার (১৪ জুন ২০১৯) সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ঈদ পুনর্মিলনী, সাংগঠনিক আলোচনা সভা ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি শহিদুল আলম আকন।
আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হারিছ হাসান সাগরের উপস্থাপনায় উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লায়ন আলহাজ্ব আবু তৌহিদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি, ‘বিডিক্যাম্পাসনিউজ২৪ডটকম’ পত্রিকার প্রধান সম্পাদক ও বিশ্ববিদ্যালয় পরিক্রমা পত্রিকার উপদেষ্টা সম্পাদক, ইনস্টিটিউট অব ল্যাংগুয়েজ স্টাডিজ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইনস্টিটিউট অব হযরত মুহাম্মদ (সা.)-এর পরিচালক, ইউনিভার্সিটি অব কুমিল্লা, উত্তরা, ঢাকার ইসলামিক স্টাডিজ ও ইসলামের ইতিহাস বিভাগের এডভাইজার অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মুনিম খান, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রসায়নবিদ মো: জাফর ইকবাল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নেতা জাকির হোসেন বাদল প্রমুখ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব ও আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন বুলবুল।
এই ঈদ পুনর্মিলনী, আনন্দ-উৎসব ও নৈশ ভোজের অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি সহ ঢাকা ও চট্টগ্রাম মহানগর, জেলা, থানা কমিটির সকল নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাংগঠনিক আলোচনা সভা শেষে সবাই ডিনারে অংশগ্রহন করে।
