Daily Gazipur Online

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত লেখায় বিজয়ীদের নাম ঘোষণা

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ড.এম.এ. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এর আহব্বানে প্রায় পাঁচশত কবি সাহ্যিতিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত লেখা পাঠিয়েছেন। তারমধ্যে পাঁচটি লেখা পুরস্কারের জন্য ফাউন্ডেশনের বোর্ড কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। আজ সকাল ১০.০০ ঘটিকায় প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এ.কে.এম ফরহাদুল কবির আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন। এছাড়াও সেরা সংগঠক মনোনীত হয়েছে অ্যাড.মীর মোজাম্মেল হোসেন (মিলন)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ২০২০-২০২১ উপলক্ষে অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নভেম্বর ২০২০ “পুরস্কার প্রাপ্তদের” পুরস্কার প্রদান করা হবে।
পুরস্কৃত হলেন যারা –
প্রথম পুরস্কার: প্রবন্ধ- বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু। লিখেছেন সৈয়দ আবুল হোসেন।
দ্বিতীয় পুরস্কার: কবিতা- উত্তরাধিকার- রক্ত, স্বপ্ন আর তর্জনীর। লিখেছেন সালমা তানজিয়া।
তৃতীয় পুরস্কার: ছোট গল্প- চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ সেথা শির। লিখেছেন অধ্যাপক ডাঃ মিজানুল হাসান।
চতুর্থ পুরস্কার: প্রবন্ধ- মায়ের আঁচল বুলেট প্রুফ। লিখেছেন কে এম মজিবুর রহমান।
পঞ্চম পুরস্কার: ছড়াকবিতা- জন্ম তোমার দেশের জন্য। লিখেছেন মোহাইমেন মানি।