Daily Gazipur Online

বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে পারলে তার প্রতি সম্মান প্রদর্শন হবে …..এম এ জলিল

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : স্বাধীনতা দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে বরিশাল বিভাগ সমিতি ৩০ মার্চ ২০২৩ বিকাল ৫.০০ ঘটিকায় মতিঝিল ওয়াকফ্ মসজিদ ও মাদারাসা ঢাকা অফিস এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম এ জলিল বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ২৫মার্চ ১৯৭১ সালের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণার মাধ্যমে ৯ মাসের মুক্তিযুদ্ধের ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের বিজয় অর্জন করেছি। আমরা যদি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি তবেই স্বার্থক হবে আজকের আলোচনা সভার। আমরা যারা বঙ্গবন্ধু নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ গড়েছি। আসুন বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক দারিদ্রমুক্ত দেশ গড়ি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির যু্গ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল।
বক্তব্য রাখেন, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ. আওয়ামী লীগ নেতা আজাদ মুন্সী, তাজুল ইসলাম, দৈনিক মুক্তখবরের সহকারী সম্পাদক আবদুল গণি, বরিশাল বিভাগ সমিতির সদস্য নকিব হক, মাওলানা জাকারিয়া, মাওলানা চুন্নু মিয়া, বঙ্গবন্ধু পরিষদের সদস্য আনন্দ কুমার সেন প্রমুখ।