Daily Gazipur Online

বঙ্গবন্ধু ৯ম গেমস ময়মনসিংহ বিভাগীয় কাবাডি প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণী

এম এ আজিজ, ময়মনসিংহ : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগীতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ পুলিশ লাইন মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগীতায় ছেলেদের মাঝে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ময়মনসিংহ দল বিজয়ী হয়েছে। প্রতিযোগীতায় ময়মনসিংহ ৪৮ নেত্রকোণা ২৬ পয়েন্ট পেয়েছে। অপরদিকে নারীদের প্রতিযোগীতায় জামালপুর দল বিজয়ী হয়েছে। প্রতিযোগীতায় জামালপুর দল ৩৯ ও ময়মনসিংহ দল ৩৫ পয়েন্ট পেয়েছে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএইচএম লোকমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণীর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগষ্টে শহীদ, মুক্তিযুদ্ধে শহীদ ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবদনসহ তাদেরকে স্মরণ করে প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেন, কোন প্রতিযোগীতায় সবাই বিজয়ী হবেনা। যারা বিজয়ী হতে পারোনি তাদেরকে ভবিষ্যতে ভাল করবে এই প্রত্যাশা নিয়ে চর্চা করে যেতে হবে।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, সবাই ভাল খেলেছে, যা দেখে আমরা মগ্ধ হয়েছি। খেলোয়ারদের মাধ্যমে বাংলাদেশ দেশ বিদেশে সুন্দর গৌরব উজ্জল সুনাম বয়ে আনবে বলে দৃঢ়তার সাথে ব্যক্ত করেন।
এ সময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ডঃ আক্কাস উদ্দিন ভুইয়া, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, রেঞ্জ অফিসের পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, জয়িতা শিল্পী, মনিরুল ইসলাম, আল আমিন,কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা, বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, বিভাগীয় ফুটবুল এসাসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ মোঃ আহসান উল­াহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগীতা উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত রেজ্ঞ ডিআইজি ডঃআক্কাস উদ্দিন ভূঁইয়া, পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট জেলা পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা,ক্রীড়ামোদি দর্শক ও খেলোয়ার বৃন্দ। খেলায় ৪ জেলার মহিলা ৩টি এবং পুরুষ ২টি করে মোট ৫টি দল অংশ গ্রহন করেন। বিকালে চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।