বন্ধুকে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা

0
179
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: চুরি করতে আসার অভিযোগে কাদের ফকির (১৫) নামে কিশোরকে গাছে বেঁধে অমানুষিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নড়াইলের নলদি ইউনিয়নের মিঠাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত কাদের নড়াইলের নলদি ইউনিয়নের মিঠাপুর গ্রামের মো. নানু ফকিরের ছেলে। ওই কিশোর নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কাদের ও তার পরিবার জানায়,দিবাগত আনুমানিক রাত ১১টার দিকে কাদেরের বন্ধু একই গ্রামের আকাশ সিকদার তাকে ফোন করে তাদের বাড়িতে আসতে বলে। বন্ধুর ডাকে তাদের বাড়িতে গেলে আকাশের মা ঘরে চোর ডুকেছে বলে চিৎকার করলে, কাদের ভয়ে বাড়িতে চলে আসে। কিছু সময় পর স্থানীয় মিঠাপুর ৩নং ওয়ার্ড মেম্বার টিক্কা সিকদার ও তার লোকজন কাদেরের বাড়িতে গিয়ে তাকে ডেকে এনে মধ্যযুগীয় কায়দায় রশি দিয়ে গাছে সঙ্গে বেঁধে নির্যাতন করে। পরে কাদের পরিবার জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিত কাদেরকে নড়াইল সদর হাসপাতলে ভর্তি করা হয়। এ বিষয়ে ইউপি মেম্বার টিক্কা সিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কাদের একজন খারাপ প্রকৃতির ছেলে। রাতে তাকে অন্যের বাড়ি থেকে বেরুতে দেখে আমরা চোর সন্দেহে তাকে গাছে সঙ্গে বেঁধে মেরেছি। চিকিৎসা হোক। চিকিৎসার টাকা আমরা দিয়ে দেব। কাদের ফকিরের মা কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘আমরা গরিব বলে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের ওপর বিভিন্ন সময় ওরা অত্যাচার-নির্যাতন করে। এদিকে নড়াইলের সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের সরকেলডাঙ্গা গ্রামে কালাম কারিকর (৪০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর পর লাশ ময়না তদন্ত ছাড়াই দিবাগত রাতে তাড়াহুড়ো করে দাফন করে দেওয়ার অভিযোগ উঠেছে। নিহত যুবক কাদের কারিকরের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন। তাকে গায়ে পেট্টল ঢেলে পুড়িয়ে হত্যার পর আতœহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। অপর দিকে সাহারা বেগম (২৩) নামের মেয়ে তার আপন ছোট ভাই রাব্বি (১৫)কে বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রাখে। নড়াইলে আহত শিশু শিক্ষার্থী সিমান বিশ্বাস। নড়াইলে অমানবিক নির্যাতন করে এক স্কুলছাত্রের চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী প্রভাত সরকারের বিরুদ্ধে। আহত শিক্ষার্থীর নাম সিমান বিশ্বাস(১০)। দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের কোড়গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত ৪র্থ শ্রেণি ছাত্র সিমান কোড়গ্রামের টুটুল বিশ্বাসের ছেলে। অভিযুক্ত প্রভাত সরকার নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের পরিমলের ছেলে। তিনি নড়াইল সদর উপজেলার দোভোগ বাজারে স্বণের ব্যবসা করেন। ওদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলাকে কেন্দ্র করে জনতার হামলায় থানার এস আই জয়নুল আবেদীন আহত হয়েছে। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাশিপুর ইউপি সদস্য আব্দুল অহেদ শেখকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নড়াইলের কাশিপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও নড়াইলের নলদী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলায় একজন বদলী খেলোয়াড় কে মাঠে নামানোকে কেন্দ্র করে নড়াইলের কাশিপুর ইউনিয়ন সমর্থিত দর্শকরা প্রতিপক্ষ নড়াইলের নলদী ইউনিয়ন সমর্থিত দর্শকদের উপর হামলা চালায়। এছওড়াও নড়াইলের বাতাশি গ্রামের কলেজ ছাত্র এস কে কিবরিয়া জানান, সকালেই বাড়ি থেকে ধানাইড় গ্রামে নানাবাড়ি বেড়াতে যায় বিল্লাল। এরপর শখ করে পাখি শিকার করতে গিয়ে ইটভাটা চত্বরে বিদ্যুৎপৃষ্ঠে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিল্লালের পরিবার, সহপাঠীসহ গ্রামবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। বিল্লাল তার বাবা-মায়ের একমাত্র ছেলে সন্তান। এছাড়া তার বোনের প্রায় এক বছর আগে বিয়ে হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here