Daily Gazipur Online

বন্যাক্রান্তদের পাশে নেতাকর্মী ও দেশবাসীকে থাকার আহবান নতুনধারার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দ্রুত সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ এবং বন্যাক্রান্তদের পাশে নেতাকর্মী ও দেশবাসীকে থাকার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ৮ আগস্ট নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, চেয়ারম্যানের উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, ফেনী, কক্সবাজারসহ বিভিন্ন বন্যাক্রান্ত এলাকাবাসীর পাশে সামর্থনুযায়ী খাদ্য-চিকিৎসা সামগ্রী পৌছে দিয়ে পাশে থাকার আহবান জানিয়েছেন। একই সাথে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী দেশের বিভিন্ন এলাকার বাঁধগুলোকে পরিকল্পিতভাবে বাস্তবায়নের আহবানও জানান।