বন্যার্তদের পাশে গাজীপুর মহানগর যুবলীগ

0
249
728×90 Banner

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের নিজ উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে নেত্রকোণা থানার আওতাধীন বিভিন্ন গ্রামে বন্যা দুর্গত বানভাসী মানুষের মাঝে উপহার সামগ্রী মঙ্গলবার বিতরণ করা হয়। উপহার বিতরণ কালে রাসেল সরকার বলেন বিএনপির কাজই অপরাজনীতি করা। তারা সহজ ও সোজা পথে হাটে না। তারা পদ্মা সেতুর মতো দেশের এত বড় প্রকল্প নিয়েও ষড়যন্ত্রের চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তাদের সকল কুচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বিএনপি কে উদ্দেশ্য করে বলেন, আপনারা সাধারণ মানুষের পাশে দাড়ান তাদের দুঃখ কষ্ট বোঝেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কোনো ভয় নেই। আমরা যুবলীগ সবসময় আপনাদের পাশে আছি। উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি সহ সম্পাদক মদন পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু, এস.এম আলমগীর হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আবু কালাম আজাদ মালম, কাইয়ুম সরকার, গাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here