বন্যার্তদের সাহায্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন কমরেড সামাদ

0
111
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :দেশের বন্যা কবলিত অঞ্চলের মানুষের সাহায্যে সরকার, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ।
আজ ২২ জুলাই ২০২০ বুধবার দুপুর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতি এ আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইতিমধ্যে উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় বন্যা গুরুতর রূপ নিয়েছে। অভুক্ত মানুষ ত্রাণের আশায় পথ চেয়ে আছে। একদিকে করোনা মহামারি অন্যদিকে বন্যার কারণে আজ তারা দিশেহারা।”
কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, “অতীতের মতো ত্রাণ নিয়ে দুর্নীতি লুটপাট যাতে এবার দেখতে না হয় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ক্ষেতের ফসল হারানো কৃষকদের পুনর্বাসন করতে হবে। পাশাপাশি দিন আনে দিন খায় এমন শ্রমিক ও মজুরের পাশাপাশি দরিদ্র গ্রামবাসীকে তাৎক্ষণিক অর্থ ও খাদ্য সাহায্য দিতে হবে। শুকনো খাবার ও জ্বালানির অভাব বন্যাদুর্গত মানুষের জন্য সবচেয়ে কষ্টের। এর পাশাপাশি লেগে থাকে অসুস্থতা। পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যায় বলেই প্রয়োজন পড়ে চিকিৎসকের সেবা। তাই চিকিৎসা সেবাও নিশ্চিত করতে হবে।”
তিনি আর দেরি না করে এখনই বন্যা মোকাবেলায় সব রকম পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক সারাদেশের পার্টির নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here