

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জয়পুরহাট জেলা ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশন এর আনুষ্ঠানিক যাত্রা আজ শুক্রবার শুরু হয়েছে। আজ ১৬ মে জেলা কনভেনশন হলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম – পরিচালক বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের এবং চেয়ারম্যান – জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম এমদাদুল হক, সাধারণ সম্পাদক – খুলনা জেলা বৈদ্যুতিক ব্যবসা সমিতি এবং সিরাজুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক – খুলনা জেলা বৈদ্যুতিক ব্যবসায়ী সমিতি। এছাড়াও কর্পোরেট কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিহাব রিফাত আলম কর্পোরেট সেলের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, “কর্পোরেট কোম্পানিগুলো ট্রেডার্স ব্যবসায়ীদোর আগে ব্ল্যাংক চেক নেয়, আর পরে ১০, ১৫, এমনকি ২০ লক্ষ টাকার মিথ্যা মামলা দিয়ে সাধারণ ব্যবসায়ীদের দমন করে।” তিনি এসব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে এস এম এমদাদুল হক খুলন জেলা বৈদ্যুতিক ব্যবসা সমিতির গঠনতন্ত্র তুলে দেন নবগঠিত জয়পুরহাট জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারির হাতে দায়িত্ব হস্তান্তর পর।
অনুষ্ঠানের শুরুতেই জয়পুরহাট জেলার ট্রেডার্স ব্যবসায়ীরা শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রার মাধ্যমে প্রধান অতিথিকে বরণ করে অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং মূহমূহ করতালির মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়।
জয়পুরহাট জেলা ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো: রফিক এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হন মোঃ আব্দুল মজিদ।
এই আয়োজনের মধ্য দিয়ে জেলা পর্যায়ে বৈদ্যুতিক ব্যবসায়ীদের সংগঠিত করে অধিকতর সুরক্ষা ও স্বার্থ সংরক্ষণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
