বসুন্ধরার বড় জয় মতিনের হ্যাটট্রিকে

0
238
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে মতিন মিয়ার হ্যাটট্রিকে ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। নোয়াখালীতে রাফায়েল ওডোইনের হ্যাটট্রিকে নোফেল স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে মঙ্গলবার ৫-০ গোলে জিতে বসুন্ধরা। দলের জয়ে অপর দুই গোলদাতা মোহাম্মদ ইব্রাহিম ও আলমগীর কবির রানা।
৩২তম মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ শটে প্রথম পর্বে ব্রাদার্সকে ২-০ গোলে হারানো বসুন্ধরাকে এগিয়ে নেন ইব্রাহিম।
সাত মিনিট পর দেনিয়েল কলিনদ্রেস সোলেরার ক্রসে মার্কোস দি সিলভা হেড করার পর মতিন হেডেই ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ডি-বক্সের জটলার ভেতর থেকে ব্যবধান আরও বাড়ান জাতীয় দলের এই ফরোয়ার্ড।
৬৭তম মিনিটে বখতিয়ার দুইশবেকভের ছোট করে বাড়ানো বল প্লেসিং শটে হ্যাটট্রিক পূরণ করেন মতিন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সোলেরার পাস ধরে ছোট ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে ব্যবধান আরও বাড়ান রানা।
২০ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা। ব্রাদার্সের পয়েন্ট ১৬।
মঙ্গলবার অন্য ম্যাচে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওডোইনের হ্যাটট্রিকে নোফেলকে ৪-০ গোলে হারানো শেখ রাসেল ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টিম বিজেএমসিকে ৩-২ গোলে হারানো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির পয়েন্ট ১৯। টানা পঞ্চম হারের স্বাদ পাওয়া বিজেএমসি ৮ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও আরামবাগ ক্রীড়া সংঘ ১-১ ড্র করেছে। ২১ ম্যাচে ২৭ পয়েন্ট আরামবাগের। এক ম্যাচ কম খেলা মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ২২।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here