Daily Gazipur Online

বসুন্ধরা আবাসিক এলাকায় যাত্রীবাহী বাসে আগুন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: শুক্রবার (২৯ মার্চ) রাত ৮টা ৩০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নুরে মক্কা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় হঠাৎ করেই বাসটিতে আগুন লেগে যায়। তবে এ খবর লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার পর কালো ধোঁয়ায় এলাকাটি আচ্ছন্ন হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানিয়েছে, ইঞ্জিন বেশি গরম হয়ে যাওয়ায় নুরে মক্কা পরিবহনের একটি বাসে আগুন ধরে যায়। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।