
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট জমিদারপাড়া বসুন্ধরা যুব সংগঠনের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। ১১ এপ্রিল শনিবার সকাল থেকে নারায়ণহাট এলাকার সব জায়গায় নিজস্ব প্রোটেকশন নিয়ে সংগঠনের সভাপতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে জীবাণুনাশক স্প্রে করা হয়। আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ৩ নং নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন নারায়ণহাট ইউপি সদস্য আবদুল করিম বাবুল ও আলতাফ উদ্দীন, বিশিষ্ঠ ব্যবসায়ী মুহাম্মদ আইয়ুব, সংগঠনের উপদেষ্টা ডাঃ মহিউদ্দিন, সেলিম আরমান, রমজান আলী, সংগঠনের সিনিয়র-সহ সভাপতি মুহাম্মদ মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ নঈম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক নিয়াজুল নাঈম, মুহাম্মদ সুমন উদ্দিন, মুহাম্মদ জমিরুল হাসান, মুহাম্মদ জাহাঙ্গীর উদ্দিন, মুহাম্মদ রিপাত প্রমুখ। এই সময় সংগঠনের নেতৃবৃন্দ জানান, নিজেরা সতর্ক থেকে সাধারণ মানুষকে সচেতনতা ও সজাগ করার জন্যে সংগঠনের পক্ষ থেকে কাজ চালিয়ে যাচ্ছি। পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধের জন্য জনসমাগম এড়ানোর অনুরোধ করা হচ্ছে। এর আগে আমরা মাস্ক বিতরণও করেছি। করোনা ভাইরাস যেন ছড়িয়ে না যায় সেজন্য আমরা জনসচেতনা মূলক কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছি।






