
ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাসের মহামারির প্রভাব অসহায় দরিদ্র মানুষকে একেবারে কোণঠাসা অবস্থায় ফেলে দিয়েছে। গত প্রায় দুই মাসে কোনোরকম কাজে যেতে না পারায় উপার্জন বন্ধ। দু’বেলার খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। ঠিক এরকম দুঃসময়েই তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শুরু হয়েছে নগদ সহায়তা প্রদান কর্মসূচি। গত ১৪ মে প্রধানমন্ত্রী সুনামগঞ্জের পাঁচ দরিদ্র মানুষকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ টাকা পাঠিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। এর পরই দরিদ্র মানুষের বিকাশ, রকেট, নগদ ও শিওর ক্যাশের মতো মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দুই হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা। চরম সংকটের দিনে এই নগদ টাকা হাসি ফুটিয়েছে দেশজুড়ে অসংখ্য হতদরিদ্র মানুষের মুখে। দুশ্চিন্তা কেটে গিয়ে স্বস্তি ফিরেছে তাদের জীবনে।
জানা গেছে, ৫০ লাখ পরিবারকে এই নগদ সহায়তা দেওয়া হবে। আগামী ১৮ মের মধ্যে প্রত্যেকে আড়াই হাজার করে টাকা পেয়ে যাবেন। এর জন্য এক হাজার ২৫০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। প্রতি পরিবারে চারজন সদস্য হিসেবে দুই কোটি মানুষ প্রধানমন্ত্রীর এ উদ্যোগের সুবিধাভোগী হবেন।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা পেয়ে খুশি হাওরের জেলা সুনামগঞ্জের হতদরিদ্ররা। জেলার ৭৫ হাজার শ্রমজীবী পরিবার এই সুবিধা পাবেন। সহায়তাপ্রাপ্ত সুনামগঞ্জ শহরের উকিলপাড়ার ঠেলাগাড়ি চালক সীতেশ রঞ্জন দে বলেন, ‘তিনটি মেয়ে আমার। তিনজনই উচ্চশিক্ষা গ্রহণের চেষ্টা করছে। নিজে ঠেলাগাড়ি চালাই। করোনার সময়ে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে সরাসরি আমার সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কথা বলেছেন, সহায়তা প্রদানের কথা জানিয়েছেন। আমি বলেছি, বঙ্গবন্ধুকন্যার সঙ্গে কথা বলে ধন্য হয়েছি। করোনার সময় আপনার সরকারের দেওয়া সহযোগিতা তিন দফায় পেয়েছি। মমতাময়ী প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি।’
ধর্মপাশার মধ্যনগরের মোটর শ্রমিক সাজ্জাদ হোসাইন বলেন, তিন ভাই ও দুই বোনের সংসারে মা-বাবাও আছেন। আয় রোজগার নেই বললেই চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা দেওয়ায় ঈদের বাজারও করেছি। সবাই মিলে ঈদের দিন খাওয়া-দাওয়া করব, প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রাহুল চন্দ জানান, সুনামগঞ্জ সদর উপজেলায় ৭ হাজার ১৪৯, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৫ হাজার ৯৯৩, বিশ্বম্ভরপুরে ৪ হাজার ১১৫, ছাতকে ১২ হাজার ৯৬০, জগন্নাথপুরে ৮ হাজার ৪৫৭, তাহিরপুরে ৫ হাজার ৫৮, ধর্মপাশায় ৬ হাজার ৪৩৮, জামালগঞ্জে ৫ হাজার ৪৫১, শাল্লায় ৩ হাজার ৭০৭, দিরাইয়ে ৭ হাজার ৯৪২, দোয়ারাবাজারে ৭ হাজার ৭৩০ পরিবারসহ ৭৫ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর এই নগদ সহায়তা দেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, ১০০ জনের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে প্রধানমন্ত্রী সহায়তা দিয়েছেন। অন্যদেরও পর্যায়ক্রমে দেওয়া হবে। জেলার ১১ উপজেলার তালিকা যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
শরীয়তপুর প্রতিনিধি জানান, জেলার ৫৫ হাজার অসহায় পরিবারকে নগদ সহায়তা প্রদান করা হবে। তালিকা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এরই মধ্যে অনেক পরিবার আড়াই হাজার টাকা করে নগদ অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেয়েছে। সহায়তাপ্রাপ্ত সদর উপজেলার বেড়া চিকন্দীর ছমেদ খান বলেন, আমার মোবাইলে আড়াই হাজার টাকা এসেছে। আমি অনেক খুশি। মাহমুদপুর ইউনিয়নের মামুন সরদার বলেন, আমি দিনমজুর। করোনার জন্য ঘরবন্দি হয়ে আছি। এই সময়ে আমার মোবাইলে সরকারের টাকা পেয়ে আমি অনেক আনন্দিত। পূর্ব কোটাপাড়া বড় ব্রিজের ছাত্তার সরদার বলেন, ‘আমার বয়স ৫৫ বছর। দোকান করে খেয়েপরে চলছিলাম। করোনার জন্য তাও বন্ধ। এ সময়ে প্রধানমন্ত্রী আমার নাতির মোবাইলে আড়াই হাজার টাকা পাঠাইছেন। আমার মোবাইল নাই। এই টাকা পাইয়া আমি অনেক খুশি হইছি।’
লালমনিরহাট প্রতিনিধি জানান, ‘বাহে, মঙ্গার এই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টাকা পাইয়া মনে হয়ছে গরিবের হাতোত (হাতে) আকাশের চাঁদ জমা হয়ছে। ওই টাকা দিয়া চাল, ডাল কিনব। ছাওয়া-পওয়া (ছেলেমেয়ে) নিয়া কয়েকটা দিন ভালোই কাটবে হামারগুলার। আল্লাহ প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রাখুক।’ লালমনিরহাট শহরের বিডিআর রোড এলাকায় বিকাশ পয়েন্টে টাকা তুলতে এসে এভাবেই অনুভূতি প্রকাশ করলেন শহরের বানভাসা মোড় এলাকার অটোচালক আইনাল হক (৩২)। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্ত্রী ফাতেমা তার মোবাইলে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তার একটি মেসেজ পান। একই এলাকার পরিবহন শ্রমিক মাজেদুল বৃহস্পতিবার সকালে মেসেজ পেয়ে ওই দিনই টাকা উত্তোলন করেন। তিনি জানান, ‘হামরাগুলা লেখাপড়া জানং (জানা) না। পাশের বাড়ির একজন মেসেজ পড়ায় শুনাইলো প্রধানমন্ত্রী হামাক ২ হাজার ৫০০ টাকা পাঠাইছে। এটা শোনার পর মনে হইছে দুঃসময়ে হামরা একা নয়, হামার পাশত সরকার আছে।’ তিস্তাপাড়ের চরাঞ্চল রাজপুর ইউনিয়নের চর খলাইঘাট গ্রামের মুদি দোকানি সাজেদুল ইসলাম জানান, ওই টাকার কিছুটা দিয়ে চাল কিনেছেন। বাকিটা দিয়ে ঈদের জন্য সেমাই, চিনি কিনবেন।
জেলা প্রশাসক অফিস সূত্রে জানা যায়, লালমনিরহাটের পাঁচটি উপজেলার ৬০ হাজার উপকারভোগীর নাম তালিকাভুক্ত করে মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে। এরই মধ্যে বেশ কয়েকজন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পেয়েছেন। অন্যরা শিগগিরই পাবেন।
বরগুনা প্রতিনিধি জানান, ১৬ মে পর্যন্ত জেলার ১৮১ জন নগদ সহায়তার টাকা পেয়েছেন। জেলার ৫৫ হাজার মানুষ এ সুবিধা পাবেন। তালতলী উপজেলার বড় অংকুজানপাড়া গ্রামের সানু খন্দকার বলেন, ‘১৪ মে আমার বিকাশ নম্বরে ২ হাজার ৫০০ টাকা পেয়েছি। এ সময় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। এটাই আমার জীবনের বড় পাওয়া। জীবনে আর কিছু চাওয়া-পাওয়ার নাই।’
টাকা হাতে পাওয়া নগেন্দ্র লাল দাস, রুনু বেগমসহ একাধিক সুবিধাভোগী জানান, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি টাকা দেওয়ায় অনিয়ম-দুর্নীতি কমে যাবে। সাধারণ মানুষ হয়রানি থেকে রক্ষা পাবে। জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, এ কর্মসূচি অবশ্যই ভালো। তবে এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতি আগের চেয়ে বৃদ্ধি পাচ্ছে। সেগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারলে এ কর্মসূচি অবশ্যই সফল হবে।
বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, এই মহৎ উদ্যোগ যাতে সফলভাবে বাস্তবায়ন হয়, সেজন্য আমরা রাতদিন কাজ করে যাচ্ছি। শিক্ষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সমন্বয়ে সঠিক সুবিধাভোগী বাছাইয়ের কাজ চলছে।
