Daily Gazipur Online

বাংলাদেশকে ‘লকডাউনের’ কথা বলেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকা বা বাংলাদেশ—করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় কোথাও ‘লকডাউন’ করতে বলেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। সংস্থাটির বাংলাদেশ কার্যালয়ের যোগাযোগ ও গণমাধ্যম সম্পর্ক কর্মকর্তা কাতালিন বেরেচারু শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে ডাব্লিউএইচওর বাংলাদেশ প্রতিনিধির বৈঠকের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, ডাব্লিউএইচও ‘লকডাউন’ করার পরামর্শ দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ডাব্লিউএইচওর যোগাযোগ ও গণমাধ্যম সম্পর্ক কর্মকর্তা কাতালিন বেরেচারু বলেন, ‘মেয়র সাঈদ খোকনের সঙ্গে বৈঠকে ডাব্লিউএইচও ঢাকা বা বাংলাদেশকে লকডাউন করার পরামর্শ দেয়নি। ডাব্লিউএইচও ‘সোশ্যাল ডিসট্যান্সিং’ বজায় রাখার কয়েকটি বিকল্প উপায় উপস্থাপন করেছে।
এর পাশাপাশি ডাব্লিউএইচও লোকজনকে সুরক্ষায় পরামর্শ আরো সহজবোধ্যভাবে তুলে ধরার উপস্থাপন করেছে।’