Daily Gazipur Online

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এআইআইবি

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনা ভাইরাস মহামারী পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের জন্য ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে একটি কর্মসূচিতে সহ-অর্থায়ন হিসেবে এআইআইবির দেওয়া এ ঋণের টাকা করোনার কারণে ক্ষতিগ্রস্ত গরিব ও সুরক্ষিত নয় এমন জনগোষ্ঠীকে সহায়তা করতে সরকারি উদ্যোগ বাস্তবায়নে ব্যয় হবে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন খাতে যারা চাকরি হারিয়েছেন তাদের ও তৈরি পোশাক খাতের নারী শ্রমিকদের সহায়তা
করা এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
গত বৃহস্পতিবার এআইআইবি জানায়, বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়ায় বাংলাদেশ করোনা ভাইরাস নিয়ে অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। এডিবি জানিয়েছে, এখানে করোনার প্রাদুর্ভাব গুরুতর হলে ১৪ থেকে ৩৭ লাখ পর্যন্ত মানুষ কাজ হারাতে পারে।
এর আগে গত ৭ মে কোভিড ১৯-এর প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন দেয় এডিবি। খবর ইউএনবির।