বাংলাদেশ-আয়ারল্যান্ডের সামনে ত্রিদেশীয় সিরিজে নেই গেইল

0
190
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ যখন শুরু হবে, আইপিএল চলবে তখনও। মূলত বিশ্বকাপ প্রস্তুতির জন্য আয়োজিত টুর্নামেন্টে তাই সম্ভাব্য বিশ্বকাপ দলের বেশ কজনকেই পাবে না ওয়েস্ট ইন্ডিজ। না থাকাদের তালিকায় সবচেয়ে বড় নাম ক্রিস গেইল।
স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামি ৫ মে। গেইলের পাশাপাশি এই টুর্নামেন্টের দলের নেই আন্দ্রে রাসেল, ক্রেইগ ব্র্যাথওয়েট, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান ও ওশেন টমাস। তারা সবাই খেলছেন আইপিএলে।
রবার্ট হেইন্সের নেতৃত্বাধীন নতুন ভারপ্রাপ্ত নির্বাচক কমিটির গড়া প্রথম দল এটিই। প্রধান নির্বাচক হেইন্সের সঙ্গে বিশ্বকাপ পর্যন্ত দল নির্বাচন প্রক্রিয়ায় আছেন অধিনায়ক জেসন হোল্ডার, বোর্ডের ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামস ও নতুন ভারপ্রাপ্ত কোচ ফ্লয়েড রিফার।
১৪ সদস্যের দলে ফিরেছেন শ্যানন গ্যাব্রিয়েল ও জোনাথন কার্টার। টেস্ট দলের মূল স্ট্রাইক বোলার গ্যাব্রিয়েল সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৭ সালের ডিসেম্বরে। কার্টার তার ২৮ ওয়ানডের সবশেষটি খেলেছেন ওই বছরের জুনে।
প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন টেস্ট দলের নিয়মিত মুখ শেন ডাওরিচ। ২৭ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান খেলেছেন ৩০টি টেস্ট।
টেস্ট দলের আরেক নিয়মিত সদস্য রোস্টন চেইসও ফিরেছেন দলে। ২০১৭ সালেই একটি ওয়ানডে খেলা ব্যাটসম্যান সুনিল আমব্রিস আবার পেয়েছেন সুযোগ। এখনও পর্যন্ত ওয়ানডে না খেলা অলরাউন্ডার রেমন রিফারও আছেন দলে।
ওয়ানডের ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শেই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনিল আমব্রিস, রেমন রিফার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলি নার্স, রোস্টন চেইস, শেন ডাওরিচ, জোনাথন কার্টার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here