ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নির্বাচনে ঢাকার ওয়ারী ক্ষুদে পন্ডিতদের পাঠশালার অধ্যক্ষ মনোয়ারা ভূঁইয়া চেয়ারম্যান এবং ধলপুরস্থ রোজ গার্ডেন হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, মহাসচিব নির্বাচিত হয়েছেন। এছাড়া আব্দুল বাকি কো-চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম অনিক অর্থ সম্পাদক সৈয়দ হামিদুর রহমান সাংগঠনিক সম্পাদকসহ ৫১ জন বিনা প্রতিধন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এই কমিটির মেয়াদ ৫ বছর। শুক্রবার দুপরে ব্রাহ্মনচিরণ এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে এসোসিয়েশন কর্তৃক নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক আলম হোসেন এ ঘোষণা দেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেহেনা আক্তার।