Daily Gazipur Online

বাংলাদেশ জলাভূমি ও পুকুর রক্ষা কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ জলাভূমি ও পুকুর রক্ষা কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান গাজীপুর মহানগরের বি.আই.ডি.সি রোডের সোনারতরীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর এর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রী কমিটির সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ভাষা শহীদ কলেজ, গাজীপুর এর অধ্যক্ষ অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোঃ লোকমান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের চেয়ারম্যান হাজী এ্যাডভোকেট আতাউর রহমান (আকাঁশ) ও অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের মহাসচিব, এম.এ.ফরিদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজীদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ্ আলম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মহাসচিব আলহাজ্ব অধ্যাপক ডা. এ.কে.এম ফজলুল হক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ফুলবাড়ীয়া শাখা, কালিয়াকৈর এর ব্যবস্থাপক মোঃ আক্তারুজ্জামন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সাংবাদিক মোঃ সিরাজ উদ্দিন, গাজীপুর ইউনাইটেড কলেজ এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ মোঃ দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের জলাভূমি, পুকুর ও নদ-নদী সংরক্ষনে দখল হয়ে যাওয়া সমস্ত জলাধার উদ্ধারে কঠোর অবস্থানে রয়েছেন। পর্যায় ক্রমে দেশের সকল নদ-নদী, খাল-বিল, জলাশয়-জলাভূমি ও পুকুর গুলো সংরক্ষান করা হবে। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বিধায় সকলকে এর পক্ষে থাকার আহবান জানান এবং কমিটিকে ধন্যবাদ জানান। এবিষয়ে বিশেষ ভূমিকা রাখায় দৈনিক নতুন ভোর পত্রিকার নির্বাহী সম্পাদক হাজী হাবিবুর রহমান চৌধুরী সাহেদ সহ ১১ জন কে বিশেষ সম্মাননা প্রদান করেন।