Daily Gazipur Online

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির মাসিক আলোচনা সভা

মোঃ শাহজালাল দেওয়ান: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই মার্চ রবিবার ঢাকা বিজয়নগর হোটেল ৭১ এ মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহব্বায়ক মহাসিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর মোঃ সিরাজুল ইসলাম । এছাড়াও অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম,,যুগ্মসাধারণ সম্পাদক মোনায়েম আহমেদ,,ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, ধর্ম বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নোমান, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মুসা সরকার, দপ্তর সম্পাদক মুক্তাদির পালোয়ান, কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম,এস এম লিটন, ঢাকা জেলার আহ্বায়ক মনসুর রহমান পাশা ও গাজীপুর মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল দেওয়ান প্রমুখ । বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির আলোচনা সভায় সাংবাদিক কল্যাণ, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মর্যাদা বৃদ্ধি ও নির্যাতন প্রতিরোধ একটি বিষয়ে উপরে আলোচনা এবং সারা বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি সহ গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় । আলোচনা সভায় সাংবাদিক নেতারা সাংবাদিকদের জীবন মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন এবং সারা দেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে সাংবাদিকদের পিছিয়ে থাকার সুযোগ নেই। বস্তুনিষ্ঠ খবর পরিবেশনের মধ্যদিয়ে দেশ ও জাতির উন্নয়ন সহযোগী হতে হবে। সাংবাদিকদের সম্পর্ক উন্নয়নে সোসাইটিকে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতন, হামলা-মামলা, হয়রানীর কবল থেকে রক্ষার জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই। সেজন্য তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির জন্ম হয়েছে। উল্লেখ্য ২০১৮সালে তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি যাত্রা শুরু হয় মাত্র কয়েক বছরে এর সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে।