মোঃ বায়েজীদ হোসেন, গাজীপুর : বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, গাজীপুর জেলা শাখা কর্তৃক বিভিন্ন দাবিতে সোমবার গাজীপুর জেলা ও দায়রা জজ এর নিকট তাদের লিখিত স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপিতে উল্লেখ করে বলেন, আমরা বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে কর্মরত থাকা সত্তে¡ও আমাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হিসেবে অর্ন্তভ‚ক্ত করে রাখা হয়েছে। ২০০৭ খ্রিঃ সালে বিচার বিভাগ পৃথকীকরণের পর ২০০৯ খ্রিঃ সালে বর্তমান সদাশয় সরকার বিচারকগণের জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন গঠনসহ বাংলাদেশ জুডিসিয়াল বেতন স্কেল নামে স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়ন করেন। কিন্তু, অত্যন্ত পরিতাপের বিষয় আমরা বিচারকগনের বিচার সহায়ক কর্মচারী হিসেবে কর্ম সম্পাদন করা সত্তে¡ও আমাদেরকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অর্ন্তভ‚ক্ত করা হয়নি এবং পৃথক কোন বেতন স্কেলও প্রদান করা হয়নি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীন বিচার বিভাগে বিচারকগণের বিচার সহায়ক কর্মচারী হিসেবে কর্ম সম্পাদন করা সত্তে¡ও আমাদের পরিচয় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী। এই পরিচিতি আমাদের জন্য চরম বঞ্চনার ও পীড়াদায়ক। পক্ষান্তরে সম্মানিত বিচারকগণের পাশে একই দপ্তরে সহায়ক কর্মচারী হিসেবে কর্ম সম্পাদন করা সত্তে¡ও সম্মানিত বিচারকগণের জন্য প্রদানকৃত বিচারিক ভাতা, চৌকি ভাতা, অবকাশকালীন ভাতা এর পাশাপাশি সহায়ক কর্মচারীদের জন্য বিচার সহায়ক কোন ভাতা অদ্যাবধি প্রদান করা হয়নি। বিচার বিভাগে কর্মরত কর্মচারীগণ বিচারকগণের বিচার কাজের অতি আবশ্যক সহায়ক কর্মচারী। বিচার অঙ্গনে দিনদিন মামলার সংখ্যা বৃদ্ধির কারণে সম্মানিত বিচারকগণ যেমন কাজের ভারে ভারাক্রান্ত তেমনি বিচার সহায়ক কর্মচারীগণও কাজের চাপে ভারাক্রান্ত। সরকারের অন্য যে কোন বিভাগের তুলনায় বিচার বিভাগের সহায়ক কর্মচারীগণ যে অধিক প্ররিশ্রম করেন তা যে কোন বিবেকবান মানুষ আদালতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যবেক্ষন করলে বুঝতে পারবেন। এখানে প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে হয়। সম্মানিত বিচারকগণ যেমন প্রতিদিনের নির্ধারিত মামলা সমূহের যথোপযুক্ত আদেশ প্রদান করেন তেমনি বিচার সহায়ক কর্মচারীগণও প্রচারিত আদেশের মর্ম মোতাবেক প্রয়োজনীয় কর্ম সম্পাদন করে থাকেন। এতে করে বিচার কাজে সহায়ক কর্মচারীদের সহায়তা ও আমানতধারীতা কোন অংশে কম নয়। একই স্বাধীন দেশে ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ সকলেই যেমন আপ্যায়ন ভাতা ও পদোন্নতি সুবিধা সমহারে প্রাপ্য হন এবং যে দেশের পুলিশ বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ সকলে ঝুকি ভাতা, রেশন সুবিধা ও প্রদোন্নতি সুবিধা প্রাপ্ত হচ্ছেন সে দেশেরই স্বাধীন বিচার বিভাগে কর্মরত সহায়ক কর্মচারীগণ নানাবিধ বঞ্চনার শিকার। এসব কারণেই আদালতে কর্মরত সহায়ক কর্মচারীগণ সমাজে বিশেষ মর্যাদাপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত থাকা সত্তে¡ও আর্থিকভাবে মানবেতর জীবন যাপন করে থাকেন। স্বাধীনতা পূর্ব জাতীয় বেতন স্কেল এবং বর্তমান জাতীয় বেতন স্কেল পর্যালোচনায় দেখা যায় যে, কিছু সংখ্যক দ্বিতীয় শ্রেণীর পদ যেমন ঃ উপ-সহকারী প্রকৌশলী, অডিটর, বøক-সুপারভাইজার, খাদ্য পরিদর্শক, পুলিশের উপ-পরিদর্শক, ডিপ্লোমা নার্স ইতাদি পদের বেতন স্কেল আদালতের সেরেস্তাদারগণের বেতন স্কেলের চেয়েও কম ছিল। কিন্তু, বর্তমানে যা সেরেস্তাদারের বেতন স্কেলের দ্বিগুণ বা ততোধিক। এক সময়ে আদালতের সেরেস্তাদারগণ এমন মর্যাদা পেতেন যে তিনি অফিসার্স ক্লাবের সদস্য হতে পারতেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর পিতা জনাব শেখ লুৎফর রহমান সাহেব যেমন ছিলেন একজন সেরেস্তাদার তেমনি তিনি ছিলেন অফিসার্স ক্লাবের সেক্রেটারী। যা জাতির জনক তাঁর আত্মজীবনীতে লিখেছেন। বর্তমান জনবান্ধব সরকার কর্তৃক জনগণের কল্যাণার্থে গৃহীত বিবিধ উন্নয়ন কর্মকান্ডের ফলে নানাবিধ কর্মপরিধি যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি অনেক নতুন নতুন পদও সৃষ্টি হয়েছে। পাশাপাশি সেসব দপ্তরে কর্মরত কর্মচারীগণের পদ, পদবী ও ভাগ্যের প্রভ‚ত উন্নতি সাধিত হলেও বিচার বিভাগে কর্মরত সহায়ক কর্মচারীগণ আজও এসব সুবিধা বঞ্চিত। বিচার বিভাগে কর্মরত সহায়ক কর্মচারীগণের পদোন্নতির যেটুকু প্রচলন রয়েছে তাও পেতে তাদের দীর্ঘ ২০-২২ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। দীর্ঘ অপেক্ষার কারণে তারা কর্মস্পৃহা হারিয়ে ফেলেন বা পদোন্নতির পূর্বে অধিকাংশই চাকুরী থেকে অবসরে চলে যান এবং কেউ কেউ মৃত্যুবরণ করেন। যে কারণে বিচার বিভাগে কর্মরত সহায়ক কর্মচারীগণের লালিত স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তার উপর রয়েছে বøক পদের যাতাকল ও নিয়োগ বিধির বৈষম্য। এমতাবস্থায় বøক পদ ও নিয়োগ বিধির বৈষম্যের যাতাকলে নিস্পেষিত বিচার সহায়ক কর্মচারীগণের জন্য যুগোপযোগী পদ সৃষ্টি করে পদোন্নতির সুবিধা প্রদান, এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন এবং পৃথক জাতীয় বেতন স্বেল প্রদানের দাবীতে বর্তমান জনবান্ধব সরকারের নিকট আমাদের নি¤œলিখিত দাবীসমূহ ঃ- ১। দেশের অধঃস্তন আদালতে কর্মরত কর্মচারীগণকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অর্ন্তভ‚ক্ত করতঃ বিচারকগণের ন্যায় সহায়ক কর্মচারীদের ভাতা প্রদান। ২। সকল বøক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যৈষ্ঠতার ক্রমানুসারে প্রতি ০৫ বছর অন্তর অন্তর স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা। ৩। পদোন্নতির সুযোগ রেখে অধঃস্তন আদালতের কর্মচারীদের জন্য এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন।