বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত

0
120
728×90 Banner

ডেইলি গাজীপুর (সংবাদ বিজ্ঞপ্তি ) :বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ পরিষদের উদ্যোগে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভাড়াটিয়াদের বিভিন্ন দাবি নিয়ে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি সংগঠনের সভাপতি ভাড়াটিয়া কল্যাণ পরিষদের সভাপতি ও যুবলীগের সাবেক নির্বাহী কমিটির সদস্য যুবনেতা মোঃ আনিসুর রহমান খোকনের সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি তপন চন্দ্র এর পরিচালনায় প্রতিবাদ সভায় বাংলাদেশ কৃষক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা এম এ করিম বলেন, বৈশ্বিক মহামারী করোনায় এই মহাদুর্যগে বাংলাদেশও চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দীর্ঘদিন লকডাউন ও কর্মস্থল বন্ধ থাকায় নি¤œবিত্ত ও মধ্যবিত্তের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। আয় রোজগার না থাকায় মানুষ খুবই মানবেতর জীবন-যাপন করছে। বর্তমান মহামারীর সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ও অসভ্য বাড়ীর মালিকরা ঢাকাসহ সারাদেশের ভাড়াটিয়াদের জোর পূর্বক মারধর করে বাসা থেকে উচ্ছেদ ও অমানবিক আচরণ করছেন। যা সম্পূর্ণভাবে দেশের প্রচলিত আইন এর বিরোধী। তাই এই মানববন্ধন থেকে সরকারের নিকট দাবি জানাচ্ছি চলতি জুলাই মাস থেকে বাড়ী ভাড়া ৫০% কমিয়ে আনা, বিগত ৩ মাসের ভাড়া মওকুফসহ বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল সম্পূর্ণভাবে মওকুফ করা। মাননীয় প্রধানমন্ত্রী আপনি মানবতার মা। আপনি ১৬ কোটি মানুষের শেষ আশ্রয়স্থল। আপনি অত্যন্ত মানবিক হয়ে ভাড়াটিয়া পরিষদের ন্যায্য দাবিগুলো মেনে নিবেন এবং সাধারণ মানুষের প্রতি দয়াবান ও সহানুভূতিশীল হবেন।
সভাপতির বক্তব্যে আনিসুর রহমান খোকন বলেন, বাড়ীর মালিকরা ভাড়াটিয়াদের সাথে যে অসভ্য ও অমানবিক যে আচরণ করছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বর্তমান এই মহাদুর্যোগে যখন মানবিক হওয়া দরকার, তখন বাড়ীর মালিকরা ভাড়াটিয়াদের সাথে অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক আচরণ করছেন। ঐ ধরণের আচরণ অবিলম্বে বন্ধ করা উচিত। তিনি ভাড়াটিয়া পরিষদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জোর আহ্বান জানান। তিনি আরো বলেন, বিগত কিছুদিন আগে ঢাকা কলেজের শেষ বর্ষের ছাত্র সজিবসহ ৯জন ছাত্র, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৩০জন ছাত্র বাড়ী ভাড়া দিতে না পারার কারণে বাড়ীওয়ালারা মারধর করে বাড়ী থেকে তাদের জরুরী আসবাপত্রসহ, ল্যাপটপ, কম্পিউটার, সার্টিফিকেট ভাংচুর করে ডাস্টবিনে ফেলে দেন এবং ঢাকার বিভিন্ন জায়গায় ভাড়াটিয়ারা বাড়ীভাড়া দিতে না পারার কারণে বাড়ীওয়ালারা তাদেরকে মারধর করে বাড়ী থেকে বের করে দেয়। প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন মোঃ হুমায়ুন, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম নাজু সহ-সভাপতি, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ পরিষদ, আনন্দ কুমার সেন নির্বাহী সদস্য, বাংলাদেশ প্রেস এন্ড হিউম্যান রাইস ফাউন্ডেশন, টগর আহমেদ দপ্তর সম্পাদক, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ পরিষদ প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here